বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২
The Daily Ittefaq

হাজারতম গোলের পথে আরও দুই ধাপ এগুলেন রোনালদো

আপডেট : ১৩ এপ্রিল ২০২৫, ১৬:১৭

ক্যারিয়ারের হাজার গোল করার ইচ্ছের কথা জানিয়েছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। কিন্তু বয়সের কারণে তা নিয়ে ছিল অনিশ্চিয়তা। কিন্তু সঠিক পথেই আছেন পাঁচবারের ব্যালন ডি'অর জয়ী এই ফুটবলার। হাজারতম গোলের পথে আরও দুই ধাপ এগিয়ে গেলেন সিআরসেভেন।

শনিবার (১২ এপ্রিল) রাতে আল রিয়াদের বিপক্ষে ২-১ গোলে জয় পেয়েছে রোনালদোর ক্লাব আল নাসর। ম্যাচের দুই গোলই করেছেন পর্তুগিজ মহাতারকা। সব প্রতিযোগোগিতা মিলিয়ে তার ক্যারিয়ারের গোল সংখ্যা এখন ৯৩৩টি। অর্থাৎ, স্বপ্নের হাজার গোলের মাইলফলক থেকে মাত্র ৬৭ গোল দূরে তিনি।

গত সপ্তাহেও আল হিলালের বিপক্ষে ৩-১ ব্যবধানে জেতা ম্যাচে জোড়া গোল করেছিলেন রোনালদো। সেই ধারাবাহিকতা ধরে রেখেই এবারও দলের ভরসা হয়ে উঠলেন তিনি।

লিগ টেবিলে ২৭ ম্যাচ শেষে ৫৭ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে আল নাসর। এক পয়েন্ট বেশি নিয়ে দ্বিতীয় স্থানে আল হিলাল এবং ৬৫ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে আল ইত্তিহাদ। 

রোনালদোর দুর্দান্ত ফর্ম দেখে মনে হচ্ছে, তার হাজার গোলের স্বপ্ন আর খুব দূরের নয়। এখন শুধু সময়ের অপেক্ষা।

ইত্তেফাক/জেডএইচ