শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২
The Daily Ittefaq

শিশু আছিয়া ধর্ষণ মামলার চার্জশিট দাখিল আজ, বিচার ৯০ দিনের মধ্যে

আপডেট : ১৩ এপ্রিল ২০২৫, ১৬:৫৭

মাগুরায় শিশু আছিয়া ধর্ষণ মামলার চার্জশিট প্রস্তুত। রোববার (১৩ এপ্রিল) তা আদালতে দাখিল করা হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। এছাড়াও এই মামলার বিচার ৯০ দিনের মধ্যে সম্পন্ন করা হবে বলেও জানিয়েছেন তিনি।  রোববার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা জানান আইন উপদেষ্টা।

গত ৬ মার্চ মাগুরা শহরে বোনের বাড়ি বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হয় ওই শিশুটি। পরের দিন তাকে মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে ওইদিন দুপুরেই উন্নত চিকিৎসার জন্য তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে ওইদিন রাতেই পাঠানো হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে।

এরপরের দিন শিশুটিকে লাইফ সাপোর্টে নেয়া হয়। পরে ৮ মার্চ সন্ধ্যায় সংকটাপন্ন শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পেডিয়াট্রিক ইনটেনসিভ কেয়ার ইউনিট (পিআইসিইউ) থেকে সম্মিলিত সামরিক হাসপাতালে স্থানান্তর করা হয়। পরদিন শিশুটিকে সিএমএইচে পেডিয়াট্রিক আইসিইউতে নেয়া হয়। সেখোনে চিকিৎসাধীন অবস্থায় ১৩ মার্চ দুপুর শেষ নিঃশ্বাস ত্যাগ করে শিশুটি।

এর আগে ৮ মার্চ মাগুরা সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধর্ষণ ও ধর্ষণের মাধ্যমে আহত করার অভিযোগে মামলা করেন শিশুটির মা। মামলায় শিশুটির বোনের স্বামী, শ্বশুর, শাশুড়ি ও ভাশুরকে আসামি করা হয়। তাঁরা সবাই কারাগারে আছেন। এর মধ্যে প্রধান আসামি জবানবন্দি দিয়েছেন।

এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। এতে জড়িত আসামিদের দ্রুত বিচারের আওতায় নিয়ে আসার নির্দেশ দেন তিনি। এছাড়াও শিশুটিকে ধর্ষণের ঘটনায় দেশজুড়ে সামলোচনার ঝড় ওঠে। ধর্ষণে জড়িতদের বিচার দাবিতে রাস্তায় নেমে আসে বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।

ইত্তেফাক/এনএন