বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ১০ বৈশাখ ১৪৩২
The Daily Ittefaq

সুনামগঞ্জে ডোবায় পড়ে দুই শিশুর মৃত্যু

আপডেট : ১৩ এপ্রিল ২০২৫, ১৮:২৩

সুনামগঞ্জের ধর্মপাশায় ডোবার পানিতে ডুবে সাফায়েত (৬) ও মীম আক্তার (৬) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে।

রোববার (১৩ এপ্রিল) উপজেলার পাইকুরাটি ইউনিয়নের হিজলা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সাফায়েত হিজলা গ্রামের শাহীন মিয়ার ছেলে ও মীম জয়শ্রী ইউনিয়নের হরিপুর গ্রামের মামুন মিয়ার মেয়ে।

জানা গেছে, মীমের মা ঢাকায় বেসরকারি চাকরি করেন। তাই মীম দীর্ঘদিন ধরে হিজলা গ্রামে তার মামা শাহীনের বাড়িতে নানির সঙ্গে বসবাস করতো। ওইদিন সকালে মীম ও তার মামাতো ভাই সাফায়েত বাড়ির সামনে খেলাধুলা করছিল। কিন্তু খেলাধুলার একপর্যায়ে সবার চোখ ফাঁকি দিয়ে বাড়ির সামনে ডোবায় পড়ে নিখোঁজ হয়।

পরে পরিবারের লোকজন দুজনকে ওই ডোবা থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

ধর্মপাশা থানার ওসি মোহাম্মদ এনামুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় কোনো অভিযোগ না থাকায় সুরতহাল শেষে মরদেহ দুটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

ইত্তেফাক/এসএএস