বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ১০ বৈশাখ ১৪৩২
The Daily Ittefaq

রোহিঙ্গা ক্যাম্পে ছুরিকাঘাতে যুবক নিহত

আপডেট : ১৪ এপ্রিল ২০২৫, ০১:৩০

কক্সবাজারের উখিয়ার কুতুপালং রেজিস্টার্ড ক্যাম্পে ছুরিকাঘাতে এক রোহিঙ্গা যুবকের নিহতের ঘটনা ঘটেছে। এ সময় আরও দুইজন গুরুতর আহত হয়েছে। 

রোববার ১৩ এপ্রিল রাত ৮টার দিকে উখিয়ার কুতুপালং রেজিস্টার্ড ক্যাম্প এর সি ব্লকে এ ঘটনা ঘটে। ক্যাম্প প্রশাসনের সহযোগিতায় উখিয়া থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আরিফ হোসেন। 

নিহত যুবক হলেন- উখিয়ার কুতুপালং রেজিস্টার্ড ক্যাম্পের সি ব্লকের বাসিন্দা মোহাম্মদ হোছেনের ছেলে মোঃ নুর হোসেন প্রকাশ সাইফুল(২৩)।

গুরুতর আহতরা উখিয়ার কুতুপালং রেজিস্টার্ড ক্যাম্পের বাসিন্দা সোনা মিয়ার পুত্র জোবায়ের(১৭) ও একই রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা মোহাম্মদ আলমের ছেলে মোঃ রফিক(১৬)। বর্তমানে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। 

জানা যায়, উখিয়ার কুতুপালং রেজিস্টার্ড ক্যাম্প সি ব্লকের ফুটবল খেলার মাঠের পার্শ্বে ভিকটিমের ইভটিজিং করাকে কেন্দ্র করে প্রতিপক্ষের ছুরিকাঘাতে কুতুপালং রেজিস্টার্ড ক্যাম্প এর মোহাম্মদ নুর হোসেন প্রকাশ সাইফুল (২৩) পিতা মোঃ হোসেন সহ মোট তিনজন গুরুতর জখম প্রাপ্ত হয়ে উখিয়ার কুতুপালং জিকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মোঃ নুর হোসেন প্রকাশ সাইফুল মৃত ঘোষণা করেন। বাকি দুই জনকে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতাল রেফার্ড করা হয়েছে।

এ ব্যাপারে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আরিফ হোসেন সত্যতা নিশ্চিত করে তিনি বলেন, নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে ক্যাম্পের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। 

ইত্তেফাক/এমএএম