বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২
The Daily Ittefaq

যুক্তরাষ্ট্রে ৩০ দিনের বেশি থাকলে নাম নথিভুক্ত না করলে কারাদণ্ড

আপডেট : ১৪ এপ্রিল ২০২৫, ০২:৩০

বৈধ ভিসা থাকলেও যুক্তরাষ্ট্রে ৩০ দিনের বেশি অবস্থান করলে নাম নথিভুক্ত করতে হবে, না হলে জেলে যেতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন।

হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ এক্সে এক পোস্টে লিখেছে, যে বিদেশি নাগরিকেরা ৩০ দিনের বেশি সময় ধরে আমেরিকায় রয়েছেন, তাদের সরকারের কাছে নাম নথিভুক্ত করতে হবে। না করলে জরিমানা, এমনকি কারাদণ্ড বা উভয় দণ্ড হতে পারে। এই পোস্টে ট্রাম্পের দপ্তরকে ট্যাগ করেছে প্রশাসন। তাদের আরও হুঁশিয়ারি, এই নিয়ম না মেনে চললে দেশ থেকে বের করে দেওয়া হতে পারে। সেক্ষেত্রে আমেরিকায় ফেরার পথ চিরতরে বন্ধ হতে পারে। যারা যুক্তরাষ্ট্রে এইচ-১বি ভিসা বা শিক্ষার্থী ভিসায় রয়েছেন, তারাও এই নিয়ম মানতে এবার থেকে বাধ্য থাকবেন। 

রিপোর্ট বলছে, আমেরিকায় অভিবাসীদের সন্তানের বয়স ১৪ পার হলে তাদের নতুন করে সরকারি দপ্তরে গিয়ে নাম নথিভুক্ত করতে হবে। নতুন করে আঙুলের ছাপ দিতে হবে। ১৪তম জন্মদিনের ৩০ দিনের মধ্যে এই কাজ করতে হবে তাদের। 
হোমল্যান্ড নিরাপত্তা বিভাগের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, অভিবাসীদের সন্তানের বয়স ১৮ পার হলে তাদের সবসময় আমেরিকায় বসবাসের অনুমোদনের বৈধ নথি সঙ্গে রাখতে হবে। আমেরিকায় বসবাসকারী কানাডার নাগরিকদের জন্যও এই নিয়ম প্রযোজ্য। —রয়টার্স

 

ইত্তেফাক/এমএএম