বিদায়ি মার্চ মাসে দেশে ৫৮৭টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এসব দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে ৬০৪ জন। অন্তত ১ হাজার ২৩১ জন আহত হয়েছে। নিহতদের এক-তৃতীয়াংশই মোটরসাইকেল দুর্ঘটনার শিকার হয়। নিহতদের মধ্যে ৮৯ জন নারী, শিশু ৯৭জন। শনিবার রোড সেফটি ফাউন্ডেশন প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে। ফাউন্ডেশনের প্রতিবেদনে দেখা গেছে, এ মাসে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয় ২৩৩ জন, যা মোট প্রাণহানির ৩৮ দশমিক ৫৭ শতাংশ। পথচারী নিহত হয়েছে ১০৯ জন (১৮ দশমিক ৪ শতাংশ) এবং যানবাহনের চালক ও সহকারী ৯৮ জন (১৬ দশমিক ২২ শতাংশ)।
প্রতিবেদন অনুযায়ী, মার্চে ছয়টি নৌ-দুর্ঘটনায় নিহত হয়েছে ৯ জন, আহত হয়েছে ১৪ জন। পাশাপাশি ১৬টি রেলপথ দুর্ঘটনায় ১৯ জন নিহত এবং চার জন আহত হয়েছে।
সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী ২৩৩ জন ছাড়াও থ্রি-হুইলার যাত্রী ১১৯ জন, ট্রাক-পিকআপ-ট্রলি ইত্যাদির আরোহী ৫৬ জন, বাসযাত্রী ৩২ জন, প্রাইভেট কার-মাইক্রোবাস-জিপ আরোহী ১৭ জন, স্থানীয় যানবাহনের যাত্রী ২৭ জন এবং বাইসাইকেল বা রিকশা আরোহী ১১ জন মারা গেছে। ঢাকা বিভাগে সবচেয়ে বেশি ১৮২টি দুর্ঘটনায় ১৮৪ জন নিহত হয়েছে। সিলেট বিভাগে সবচেয়ে কম ২৪টি দুর্ঘটনায় ৩০ জন নিহত হয়। একক জেলা হিসেবে বগুড়া জেলায় ২৭টি দুর্ঘটনায় ৩২ জন নিহত হয়েছে। নেত্রকোনা জেলায় কয়েকটি দুর্ঘটনা ঘটলেও প্রাণহানি ঘটেনি। এছাড়া রাজধানীতে ২১টি সড়ক দুর্ঘটনায় ১৪ জন নিহত এবং ৫৩ জন আহত হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী গত ফেব্রুয়ারি মাসে ৫৯৬টি দুর্ঘটনায় ৫৭৮ জন নিহত হয়েছিল। প্রতিদিন গড়ে নিহত হয়েছিল ২০ দশমিক ৬৪ জন। মার্চে প্রতিদিন নিহত হয় ১৯ দশমিক ৪৮ জন। এই হিসেবে প্রাণহানি কমেছে ৫ দশমিক ৬২ শতাংশ।