গাজীপুর মহানগরের তেলিপাড়া এলাকায় বাস ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় অন্তত আরও দুইজন আহতের খবর পাওয়া গেছে। পরে উত্তেজিত জনতা দুর্ঘটনা কবলিত বাসটিতে আগুন ধরিয়ে দেন।
সোমবার (১৪ এপ্রিল) সন্ধ্যার পর ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের তেলিপাড়া এলাকায় দুর্ঘটনাটি ঘটে। তাৎক্ষণিক নিহত ও আহতদের নাম পরিচয় জানা যায়নি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গাজীপুর মহানগরের বাসন থানার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের তেলিপাড়া এলাকায় একটি বাস ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে এক শিশু নিহত হয়। নিহত শিশুর মাসহ দুইজন গুরুতর আহত হন। পরে উত্তেজিত জনতা দুর্ঘটনা কবলিত বাসটিতে আগুন ধরিয়ে দেন। ফলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে কিছুসময় যান চলাচল স্থবির হয়ে পড়ে।
গাজীপুর মেট্রোপলিটনের বাসন থানার ওসি কায়সার আহমেদ বলেন, একটি যাত্রীবাহী বাস ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক শিশুর মৃত্যু হয়েছে। দুইজন আহত হন। পরে উত্তেজিত লোকজন বাসটিতে আগুন ধরিয়ে দেন। ঘটনাস্থলে পুলিশ ফোর্স পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।