মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২
The Daily Ittefaq

পানিতে ডুবে প্রাণ গেলো বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর

আপডেট : ১৫ এপ্রিল ২০২৫, ০১:০০

পুকুরে ডুবে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের হুসাইন মোহাম্মদ আশিক নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার (১৪ এপ্রিল) দুপুর ৩টার দিকে বিশ্ববিদ্যালয় সংলগ্ন জনতা কলেজ পুকুরে ডুবে মারা যান তিনি। 

হুসাইন মোহাম্মদ আশিক বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের ২০২৩-২৪ সেশনের শিক্ষার্থী। তিনি কুড়িগ্রামের রাজারহাট উপজেলার তালুক সুবল গ্রামের নুর আলম সরদার ও বিলকিস আক্তার দম্পতির সন্তান।

জানা গেছে, সোমবার বিকাল ৩টার দিকে বিশ্ববিদ্যালয় সংলগ্ন জনতা কলেজ পুকুরে গোসল করতে যান। পানিতে ডুবে আহত হলে দুমকী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক পটুয়াখালী সদর হাসপাতালে রেফার্ড করেন। পটুয়াখালী সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আশিক মারা যান।

হুসাইন মোহাম্মদ আশিকের বন্ধু সাকিব বলেন, সময়মতো চিকিৎসা পেলে আমার বন্ধুর এ মর্মান্তিক মৃত্যু হতো না। চিকিৎসকের গাফিলতির জন্যই এ মৃত্যু।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর মো. আবুল বাশার খান বলেন, শিক্ষার্থীকে উদ্ধার করে পটুয়াখালী সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনাটি মর্মান্তিক, যদি কারও গাফিলতি থাকে তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

ইত্তেফাক/এমএএম