পিরোজপুরের নাজিরপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে অন্তত ১০ নেতা-কর্মী আহত হয়েছেন।
সোমবার (১৪ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার বাবুরহাট বাজারে চাঁদা চাওয়ার ঘটনাকে কেন্দ্র করে এ সংঘর্ষের ঘটনা ঘটে বলে অভিযোগ পাওয়া গেছে। আহত ব্যক্তিদের মধ্যে মাহাফুজ ভূঁইয়া (৩৪) নামের একজনকে মুমূর্ষু অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিরা নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
স্থানীয় সূত্রে জানা গেছে, ওই ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মো. জহিরুল ইসলাম শেখ ও ইউনিয়ন যুবদলের দপ্তর সম্পাদক মো. বদিউজ্জামান ভুইয়া গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়।
সংঘর্ষে আহত হওয়ার পর নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন ব্যক্তিরা হলেন, যুবদল নেতা মো.বদিউজ্জামান গ্রুপের বদিউজ্জামান (৪০), ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি মো. শরিফুল ইসলাম(২৪), ওয়ার্ড বিএনপির সদস্য মো. সবুর সরদার (৪৫), মো. মাহবুব ভুইয়া (৬৫), স্বেচ্ছাসেবকদল নেতা মো. আল মামুন সরদার আজমীর (৪২), জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-বিজ্ঞান প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো. তায়জুল ইসলাম (৩৩), স্বেচ্ছাসেবক দলের এমাম ভুইয়া (২৫), যুবদলের রুহুল আমীন ভুইয়া (৩৫) এবং ইউনিয়ন বিএনপির সদস্য সচিব জহিুরুল ইসলাম শেখ ও পলাশ শেখ (২৮)।
হামলায় আহত উপজেলা যুবদলের সহস্বাস্থ্যবিষয়ক সম্পাদক মো. বদিউজ্জামান বলেন, ‘উপজেলার শেখমাটিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নেতা আজমীর হোসেনকে গত সোমবার সন্ধ্যা ৭টার দিকে ইউনিয়ন বিএনপির সদস্যসচিব জহিরুল ইসলাম, তার ভাই যুবলীগ কর্মী জাহিদসহ চার-পাঁচজন একটি দোকানের সামনে আটক করেন। এর আগে প্রায় দুই মাস ধরে তারা আজমীরের কাছে চাঁদা চান। এ ঘটনা শুনে সেখানে গেলে বিএনপি নেতা জহিরের নেতৃত্বে তার ভাই ও তার গ্রুপের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে আমার ওপর হামলা করে আমার সঙ্গে থাকা দুটি মোটরসাইকেল ভাঙচুর করেন। পরে এ খবর শুনে আমার আত্মীয়স্বজন সেখানে গেলে জহিরের লোকজন তাদের ওপরও হামলা করেন।’
তবে অভিযোগ অস্বীকার করে ইউনিয়ন বিএনপির সদস্য সচিব জহিরুল ইসলাম শেখ বলেন, যুবদল নেতা বদিউজ্জামানের চাচা মাহাবুব ভুইয়া আমাকে গালাগালি করেছেন। সংঘর্ষে কাদের মধ্যে হয়েছৈ তা আমার জানা নেই। আমার বিরুদ্ধে অভিযোগ ভিত্তিহীন।
ইউনিয়ন বিএনপির আহবায়ক সফিকুল ইসলাম সাফিক বলেন, আমি ঘটনাটি রাতে শুনেছি। আমি এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে সিনিয়র নেতাদের অবহিত করবো। আমি আশা করি দোষী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
নাজিরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শেখ হিলাল উদ্দিন বলেন, ঘটনাস্থলে পুলিশ গিয়েছিলো। বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।