শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২
The Daily Ittefaq

‘একেবারেই ভাল লাগেনি’, নাতি ইব্রাহিমের সিনেমা দেখে শর্মিলা ঠাকুর

আপডেট : ১৫ এপ্রিল ২০২৫, ২১:৫৭

কিছুদিন আগেই ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে ইব্রাহিম আলি খান ও খুশি কাপুর অভিনীত ‘নাদানিয়া’ ছবিটি। এই ছবির হাত ধরেই রুপালি দুনিয়ায় পা রেখেছেন বলিউড অভিনেতা সাইফ আলি খান পুত্র ইব্রাহিম। ছবি মুক্তির পরই সমালোচক নেটিজেনদের কটাক্ষের কারণে ভেঙে পড়েছেন ইব্রাহিম। 

অধিকাংশ লোকই অভিনেতাকে ‘নেপো কিড’ বলে ব্যঙ্গ করেছেন। এদিকে এবার ইব্রাহিমের দাদি বর্ষীয়ান অভিনেত্রী শর্মিলা ঠাকুর বিরক্তি প্রকাশ করলেন ইব্রাহিমের প্রথম ছবি নিয়ে।

ইব্রাহিম আলি খান। ছবি: সংগৃহীত  

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, ‘নাদানিয়া’ নিয়ে প্রশ্ন করা হলে ঠাকুমা শর্মিলা বলেন, ‘ছবিটি একবারেই ভালো নয়। যদিও ছবিতে ইব্রাহিমকে দেখতে খুব সুন্দর লেগেছে। ও ভালো কাজ করার চেষ্টাও করেছে। কিন্তু তা সত্ত্বেও বলব ছবিটা ভালো হতে পারত। কিন্তু হয়নি।’

‘নাদানিয়া’ ছবিতে খুশি কাপুরের সঙ্গে ইব্রাহিম আলি খান। ছবি: সংগৃহীত

নাতির ছবি নিয়ে তাকে স্পষ্টতই বিরক্ত দেখা গেছে। পাশাপাশি নাতনি সারার রূপালি পর্দায় কাজ নিয়েও মন্তব্য করেন শর্মিলা। তার মতে, ‘সারা ইতোমধ্যেই ভালো কাজ করছে। ও ভালো অভিনেত্রী। ওর ভালো কাজ করার সম্ভবনাও রয়েছে। নিজের কাজ ও পরিশ্রমের দ্বারা সারা নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যেতে পারবে।’

প্রসঙ্গত, মাত্র কয়েকদিন আগেই ইব্রাহিমকে সমালোচক নেটিজেনদের কটাক্ষের বিরুদ্ধে মুখ খুলেছিলেন ফুফু সোহা আলি খান। সাংবাদিকদের মুখোমুখি হয়ে পুরো ঘটনার নিন্দা জানিয়েছিলেন। ভাইপোকে ‘শুধুমাত্র কাজে মন দেওয়ার’ পরামর্শ দিয়েছিলেন তিনি।

ইত্তেফাক/এসএ