শনিবার, ২৬ এপ্রিল ২০২৫, ১২ বৈশাখ ১৪৩২
The Daily Ittefaq

অনুমতি ছাড়া এনআইডি সার্ভারে তথ্য খুঁজলেই ব্যবস্থা

আপডেট : ১৬ এপ্রিল ২০২৫, ০৬:০০

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সার্ভারে সারা দেশের ভোটারদের তথ্য সংরক্ষিত। অনুমোদন ছাড়া এ সার্ভারে কোনো ব্যক্তির তথ্য খোঁজা হলে তার বা তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে নির্বাচন কমিশন (ইসি)। এজন্য কর্মচারী-কর্মকর্তাদের কঠোর হুঁশিয়ারি দিয়েছে সংস্থাটি।

সম্প্রতি ইসির সিস্টেম এনালিস্ট প্রকৌশলী মোহাম্মদ আরিফুল ইসলাম ইতোমধ্যে এ সংক্রান্ত নির্দেশনা দিয়েছেন সব কর্মচারী-কর্মকর্তাদের।

নির্দেশনায় উল্লেখ করা হয়েছে, সম্প্রতি কিছু সিএমএস (কার্ড ম্যানেজমেন্ট সিস্টেম) ব্যবহারকারী তাদের অ্যাকাউন্ট ব্যবহার করে ব্যক্তিগত স্বার্থে নাগরিকদের তথ্য খুঁজে তা অননুমোদিত ব্যক্তি বা স্থানে সরবরাহ করছেন।

সিএমএস থেকে কোনো তথ্য অনুসন্ধান করা হলে সেই তথ্য কে, কখন, কোনো অ্যাকাউন্ট থেকে সার্চ (খোঁজা) করেছে, তা সার্ভারে সংরক্ষিত থাকে। ফলে এ ধরনের অপব্যবহার শনাক্ত করা সম্ভব এবং প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রশাসনিক ও আইনি ব্যবস্থা নেওয়া হবে।

তাই নির্বাচন কমিশন সচিবালয় এবং মাঠপর্যায়ের সব সিএমএস অ্যাকাউন্ট হোল্ডারকে নির্দেশনা কঠোরভাবে অনুসরণ করতে হবে।

বর্তমানে ইসির সার্ভারে ১২ কোটি ৩৭ লাখ ৩২ হাজার ২৭৪ জন ভোটারের তথ্য রয়েছে। এদের বিভিন্ন ধরনের আবেদন নিষ্পত্তির জন্য অনেক কর্মচারী-কর্মকর্তা তথ্য সার্চ করে থাকেন।

ইত্তেফাক/এমএএম