মানসম্মত স্বাস্থ্যসেবার ক্রমবর্ধমান চাহিদা মেটাতে সক্ষমতা বৃদ্ধি, বিশেষ জ্ঞান বিনিময় এবং অবকাঠামো উন্নয়নের মাধ্যমে স্বাস্থ্য খাতকে শক্তিশালী করতে সিংগাপুরের সহায়তা চেয়েছে বাংলাদেশ।
মঙ্গলবার (১৫ এপ্রিল) সিংগাপুরের পররাষ্ট্রমন্ত্রী ড. ভিভিয়ান বালাকৃষ্ণণের সঙ্গে সাক্ষাৎকালে পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিন এ সহায়তা চান। এর আগে সিংগাপুরে বাংলাদেশ ও সিংগাপুরের পররাষ্ট্রসচিব পর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠক হয়।
গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে পররাষ্ট্রসচিব জ্বালানি, আইসিটি, টেলিযোগাযোগ, বন্দর ও বিমানবন্দর অবকাঠামো, নগর উন্নয়ন এবং কৃষি প্রক্রিয়াকরণের মতো অগ্রাধিকারমূলক খাতে সিংগাপুরকে আরো বিনিয়োগের আমন্ত্রণ জানান।
দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধির জন্য ইতিমধ্যে আলোচনায় থাকা সিংগাপুরের সঙ্গে একটি এফটিএ (মুক্ত বাণিজ্য চুক্তি) সম্পাদনের গুরুত্বের ওপরও জোর দেন পররাষ্ট্রসচিব জসীম উদ্দিন। তিনি বাংলাদেশসহ এশীয় দেশগুলোর জন্য অর্থনৈতিক উন্নয়ন, সুশাসন এবং মুক্ত বাজার অর্থনীতিকে উদাহরণ হিসেবে দাঁড় করানোর জন্য সিংগাপুরের নেতৃত্বেরও প্রশংসা করেন। তিনি সিংগাপুরের চমৎকার অভিবাসী শ্রমিক ব্যবস্থার প্রশংসা করেন এবং উভয় অর্থনীতিতে অবদান রাখছেন এমন বাংলাদেশি প্রবাসীদের কল্যাণে কাজ করার জন্য সিংগাপুর সরকারকে ধন্যবাদ জানান।