শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২
The Daily Ittefaq

গাজায় সীমা লঙ্ঘন করেছে ইসরায়েল: স্বীকার করল ইউরোপীয় ইউনিয়ন

আপডেট : ১৬ এপ্রিল ২০২৫, ১৬:০১

ইউরোপীয় ইউনিয়ন স্বীকার করেছে, ইসরায়েল গাজায় 'সীমা অতিক্রম করেছে' এবং 'মানুষের ব্যাপক ক্ষয়ক্ষতি করেছে'।

ইইউ'র পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কাজা কালাস বলেছেন, ইসরায়েলের আত্মরক্ষার অধিকার আছে, কিন্তু সাম্প্রতিক ঘটনাবলী স্পষ্টভাবে দেখায় যে, সীমা অতিক্রম করা হয়েছে এবং মানুষের ক্ষয়ক্ষতি ব্যাপক হয়েছে।

লা রিপাবলিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ইউরোপীয় ইউনিয়ন ফিলিস্তিনিদের জন্য ১.৬ বিলিয়ন ইউরো অতিরিক্ত আর্থিক সহায়তা ঘোষণা করেছে।

কালাস বলেন, ফিলিস্তিনিদের অধিকার পর্যবেক্ষণ না করে ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত করা যাবে না, তাই ইইউ দ্বি-রাষ্ট্রীয় সমাধানকে সমর্থন করে।

রুশ বার্তা সংস্থা তাস জানিয়েছে, ১৮ মার্চ ইসরায়েলি বাহিনী গাজা উপত্যকায় পুনরায় শত্রুতা শুরু করে এবং অবরুদ্ধ অঞ্চলটিতে এই বছরের জানুয়ারিতে প্রতিষ্ঠিত যুদ্ধবিরতি লঙ্ঘন করে।

উপত্যকায় ইসরায়েলি হামলায় প্রতিদিন শিশুসহ বেসামরিক মানুষ নিহত হচ্ছে। ফিলিস্তিনিদের কাছে মানবিক সাহায্য পৌঁছে দেওয়াও বন্ধ হয়ে গেছে।

ইত্তেফাক/এসকে