শনিবার, ২৬ এপ্রিল ২০২৫, ১২ বৈশাখ ১৪৩২
The Daily Ittefaq

টিউলিপকে ফেরাতে আন্তর্জাতিক সংস্থাগুলোর সহযোগিতা চাইবে দুদক

আপডেট : ১৬ এপ্রিল ২০২৫, ১৮:২৩

দুর্নীতির মামলার আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট বোনের মেয়ে ও ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিককে দেশে ফেরাতে আদালতের নির্দেশনা মেনে আন্তর্জাতিক সংস্থাগুলোর সহযোগিতা চাইবে দুদক।

বুধবার (১৬ এপ্রিল) এমন তথ্য জানিয়ে সংস্থাটির মহাপরিচালক আখতার হোসেন জানান, শুধু আদালতে উপস্থিত হয়েই প্লট জালিয়াতির বিষয়ে তার বক্তব্য দেয়ার সুযোগ রয়েছে।

অভিযোগ রয়েছে, ব্রিটেনে বসাবস করলেও খালা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাষ্ট্রীয় ক্ষমতাকে ব্যবহার করেছেন অনিয়ম আর দুর্নীতির হাতিয়ার হিসেবে। আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালে ২০০০ সালে গুলশানে সরকারি লিজকৃত প্লট ইস্টার্ন হাউজিংকে অনুমোদনের ব্যবস্থা করেন টিউলিপ। বিনিময়ে বাগিয়ে নেন একটি ফ্ল্যাট। 

ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক
একইভাবে ২০২২ সালে পূর্বাচলে মা শেখ রেহানা, ভাই বোনের নামে ১০ কাঠা করে রাজউকের প্লট বরাদ্দ পেতে প্রভাব খাটান টিউলিপ। এঘটনায় দুদক সম্প্রতি আদালতে চার্জশিট দাখিল করলে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত। যেখানে আগামী ২৭ এপ্রিল আদালতে হাজির হওয়ার দিন নির্ধারিত রয়েছে।

এ বিষয়ে দুদক মহাপরিচালক জানান, দুর্নীতির বিষয়ে তার (টিউলিপ) বক্তব্য আদালতেই দিতে হবে।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছোট বোন শেখ রেহানা ও টিউলিপ সিদ্দিক। ছবি: সংগৃহীত

আদালত হাজির না হলে তাকে ফেরাতে কি ইন্টারপোলে সহযোগিতা নেবে দুদক? এমন প্রশ্নে সংস্থাটি জানায়, আদালতের নির্দেশনা মেনে আন্তর্জাতিক সংস্থার সহযোগিতায় টিউলিপকে ফেরাতে কাজ করবে দুদক।
 
এদিকে আজ ৮৭ কোটি টাকার জমি ১ হাজার টাকা দেখিয়ে বন্ডের মাধ্যমে গ্রাহকের কাছ থেকে নেয়ার অভিযোগে বেক্সিমকো গ্রুপের চেয়ারম্যান সালমান এফ রহমান, তার ছেলে সায়ান রহমানসহ মোট ৩০ জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক।

ইত্তেফাক/এনএ