বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২
The Daily Ittefaq

ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে 

রংপুরে অর্ধবেলা দোকান বন্ধ রেখে ব্যবসায়ীদের বিক্ষোভ-মিছিল

আপডেট : ১৬ এপ্রিল ২০২৫, ১৮:২৯

ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে রংপুরে অর্ধবেলা দোকান বন্ধ রেখে বিক্ষোভ-সমাবেশ ও মিছিল করেছেন নগরীর ১৫৬টি ব্যবসায়ী সংগঠন।

বুধবার (১৬ এপ্রিল) ভোর ৬টা থেকে দুপুর ১টা পর্যন্ত নগরীর সব দোকান পাট বন্ধ রাখা হয়।  তবে কাঁচা বাজার, ওষুধের দোকান এবং খাবার হোটেলসহ জরুরি পণ্যের দোকান খোলা ছিল।

ছবি: ইত্তেফাক

কর্মসূচিকে ঘিরে সকাল থেকে বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দরা মিছিল নিয়ে জেলা পরিষদ সুপার মার্কেটের সামনে আসতে শুরু করেন। সকাল সাড়ে ১০টার মধ্যে ব্যবসায়ী, রাজনীতিবিদ, শিক্ষক-শিক্ষার্থী, সুশীল সমাজের প্রতিনিধিসহ নানা শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে কানায়-কানায় পূর্ণ হয় সমাবেশস্থল।

ব্যবসায়ীদের বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন—রংপুর চেম্বার অবকমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট আকবর আলী, মহানগর দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন, মহানগর দোকান মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক তানবীর হোসেন আশরাফী, জেলা মটরমালিক সমিতির সাধারণ সম্পাদক ওয়াসিমুল বারী রাজ, জেলা দোকান মালিক সমিতির যুগ্ম প্রচার সম্পাদক মো. মহিদুল ইসলাম শেখ হিরা,  রেস্তোরাঁ মালিক সমিতির নেতা আব্দুস সাত্তার, ফখরুল আনাম বেঞ্জুসহ অন্যান্যরা। 

এ সময় বক্তারা বলেন, ফিলিস্তিনে নির্বিচারে নারী, শিশু, সাংবাদিক, চিৎিসকসহ সাধারণ মানুষদের হত্যা করছে ইসরায়েল। এদিকে বিশ্ব মোড়ল আমেরিকা ফিলিস্তিনের পাশে না দাঁড়িয়ে উল্টো ইসরায়েলকে সমর্থন দিয়ে চলেছে। মুসলিম দেশগুলোকে একত্রিত হতে দিচ্ছে না তারা। আজ কোথায় বিশ্ব মানবতা, কোথায় জাতিসংঘ। তারা চুপ করে রয়েছে কেন। ফিলিস্তিনের নিষ্পাপ শিশুদের কান্না কি তাদের কানে পৌঁছচ্ছে না।

তারা বলেন, আমরা বাংলাদেশে যে সকল ইসরায়েলি পণ্য ব্যবহার করছি, সেই পণ্য বিক্রির টাকা দিয়ে ইসরায়েল বিভিন্ন অস্ত্র কিনছে আর আমাদের ফিলিস্তিনি ভাই-বোনদের ওপরে গুলি করছে, বোমা মারছে। তাই আজ থেকে আমরা রংপুরের সকল ব্যবসায়ী ইসরায়েলি পণ্য বিক্রয় বন্ধ ঘোষণা করছি। সেই সঙ্গে ফিলিস্তিনিদের ওপর হামলা বন্ধের তীব্র দাবি জানাচ্ছি। 

ইত্তেফাক/এসএএস