শনিবার, ২৬ এপ্রিল ২০২৫, ১২ বৈশাখ ১৪৩২
The Daily Ittefaq

ইসরায়েলি বর্বর হামলায় পরিবারের ১০ সদস্যসহ সাংবাদিক নিহত

আপডেট : ১৬ এপ্রিল ২০২৫, ১৯:১৮

গাজা শহরে বুধবার (১৬ এপ্রিল) ইসরায়েলি বিমান হামলায় একজন ফিলিস্তিনি সাংবাদিক এবং তার পরিবারের দশ সদস্য নিহত হয়েছেন। এক প্রতিবেদনে ওয়াফা নিউজ এজেন্সি এ খবর জানিয়েছে।

স্থানীয় সূত্রের বরাতে প্রতিবেদনে জানানো হয়, ইসরায়েলি যুদ্ধবিমান গাজা শহরের পূর্বে আল-তুফাহ এলাকার সাংবাদিক ফাতিমা হাসোনের বাড়িতে বোমা হামলা চালিয়েছে। এর ফলে তিনি এবং তার পরিবারের ১০ সদস্য নিহত হয়েছেন, যাদের মধ্যে নারী ও শিশুও রয়েছে।

গাজা উপত্যকায় ফিলিস্তিনি জনগণের ওপর ইসরায়েলি বর্বর আগ্রাসন শুরু হওয়ার পর থেকে কমপক্ষে ২১০ জনেরও বেশি সাংবাদিক নিহত হয়েছেন। এটি আধুনিক ইতিহাসে সাংবাদিকদের ওপর সবচেয়ে মারাত্মক গণহত্যা বলে বিবেচিত।

অপর এক প্রতিবেদনে ওয়াফা নিউজ এজেন্সি খবরে বলা হয়েছে, অধিকৃত পশ্চিম তীরের রামাল্লাহর কাছে বেইত সিরা গ্রামে সাংবাদিক ইব্রাহিম আবু সাফিয়েহের বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেছে।

ভোর থেকে ১৯ জন নিহত

চিকিৎসা সূত্রের বরাতে লাইভ প্রতিবেদনে আল জাজিরা জানিয়েছে, আজ ভোর থেকে ইসরায়েলি হামলায় কমপক্ষে ১৯ জন নিহত হয়েছেন।

আল জাজিরার সংবাদদাতারা জানান, গাজা শহরের তুফাহ এলাকায় আল-শাফের একটি বাড়িতে ইসরায়েলি বোমা হামলায় তিন জন নিহত এবং অনেকে আহত হয়েছেন।

ইত্তেফাক/এসকে