শুক্রবার, ১৩ জুন ২০২৫, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩২
The Daily Ittefaq

জ্যোতিরা আজ জিতলেই নিশ্চিত ভারতের টিকিট

আপডেট : ১৭ এপ্রিল ২০২৫, ০৯:২৫

দ্বিতীয় বারের মতো নারী বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জনের খুব কাছে অবস্থান করছে বাংলাদেশ। মাত্র একটা জয় পেলেই নিশ্চিত হয়ে যাবে চলতি বছরের অক্টোবর ভারতে অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপের ১৩ আসরের টিকিট।

পাকিস্তানে চলমান বিশ্বকাপ বাছাইপর্বের খেলায় টানা তিন ম্যাচে দুর্দান্ত জয় তুলে নেওয়া বাংলাদেশ নারী দল আজ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নামছে এক ইতিহাস গড়ার মিশনে। জয় অথবা ম্যাচ পরিত্যাক্ত হওয়া মানেই বিশ্বকাপ নিশ্চিত নিগার সুলতানা জ্যোতিদের। লাহোর সিটি ক্রিকেট অ্যাসোসিয়েশন গ্রাউন্ডে বাংলাদেশ সময় সকাল সাড়ে ১০টায় অনুষ্ঠিত হবে খেলাটি। 

চলমান আইসিসি নারী বিশ্বকাপ বাছাইপর্বে টানা তিন ম্যাচ জিতে পয়েন্ট টেবিলের শীর্ষস্থানে রয়েছে বাংলাদেশ। তাতে বিশ্বকাপের মূল পর্বে খেলার সম্ভাবনাও উজ্জ্বল তাদের। বাকি দুই ম্যাচ থেকে ১ পয়েন্ট পেলেই ভারত বিশ্বকাপের টিকিট নিশ্চিত হয়ে যাবে নিগার সুলতানা, ফারজানাদের। রান রেট খুব ভালো থাকায় এমনকি ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তানের বিপক্ষে বাকি থাকা দুই ম্যাচ কম ব্যবধানে হারলেও কাঙ্ক্ষিত লক্ষ্য পূরণ হতে পারে বাংলাদেশের। এমন সমীকরণ নিয়েই এই ম্যাচে নামবে টাইগ্রেসরা। 

এ ম্যাচ নিয়ে লাল-সবুজের অধিনায়ক জ্যোতি বলেন, এই টুর্নামেন্টে আমরা ম্যাচ বাই ম্যাচ এগোনোর পরিকল্পনা নিয়ে এসেছিলাম। লক্ষ্য ছিল বিশ্বকাপের টিকিট নিশ্চিত করা। আমরা প্রায় সফলতা পেতে আর অল্প দূরত্বে অবস্থান করছি। অবশ্যই এই ম্যাচেও (ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে) এই ঐ পরিকল্পনা অনুসারেই খেলব। তবে দলগত হয়েই খেলার চেষ্টা থাকবে এবং সবশেষ ম্যাচগুলোতে যেই সাফল্য পেয়েছি, সেটারই ধারাবাহিকতা এই ম্যাচেও টেনে আনার চেষ্টা করব। আশা করি সফল হব। 

এবারের আসরে দলের মতো টাইগ্রেস অধিনায়ক জ্যোতিও রীতিমতো উড়ছেন। টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে তিনি পেয়েছেন এই ফরম্যাটে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরির দেখা। সেটিও করেছেন তিনি ৭৮ বলে, যা মেয়েদের ওয়ানডেতে বাংলাদেশের হয়ে দ্রুততম সেঞ্চুরি। পরের ম্যাচেও আয়ারল্যান্ডের বিপক্ষে খেলেন ৫১ রানের ইনিংস। আর সবশেষ ম্যাচে গেল পরশু তো স্কটিশদের বিপক্ষে ঝড় তোলেন তিনি। খেলেন ১১ চারের মারে ৫৯ বলে ১৪০.৬৭ স্ট্রাইকরেটে অপরাজিত ৮৩ রানের ইনিংস। এর মধ্যে মাত্র ৩৯ বলে পঞ্চাশ পূর্ণ করেন বাংলাদেশ অধিনায়ক। ওয়ানডেতে বাংলাদেশের দ্রুততম ফিফটি এটি। 

নিজের ব্যাটিং নিয়ে তিনি বলেন, যখন ব্যাটিং করি, তখন আমি অনুভব করি যে, আমি একজন ব্যাটার, আমারও কিছু দায়িত্ব রয়েছে। তো আমি তখন শুধু দলের কন্ডিশন দেখি এবং পরিস্থিতি অনুসারে ব্যাটিং করতে থাকি। তাতেই সফলতা পাচ্ছি।' তবে শুধু জ্যোতি নিজেই যে ছন্দে রয়েছে, তা কিন্তু নয়। 

দলের গোটা ব্যাটিং ইউনিটই চলমান টুর্নামেন্টে দুর্দান্ত করছে, যা টাইগ্রেসদের জন্য বেশ স্বস্তির বলে জানিয়েছেন অধিনায়ক। বলেন, গত কয়েক বছর ধরে আমাদের দলের দৃশ্যমান সমস্যা ছিল ব্যাটিং ইউনিটের ব্যর্থতা। কারণ বোলাররা ভালো করছিল কিন্তু সেভাবে আমাদের ব্যাটাররা পারছিল না। তবে চলমান এই টুর্নামেন্টে আমার মনে হয় আমাদের ব্যাটাররা দুর্দান্ত করছে। তারা রান পাচ্ছে, বিশেষ করে টপঅর্ডারের ব্যাটাররা এবং ধারাবাহিকও। এটা নিয়ে আমি বেশ খুশি। এটাই (ব্যাটিংয়ে ধারাবাহিকতা) আমাদের এক মাত্র দুশ্চিন্তার কারণ ছিল এবং আমরা এটা উন্নতি করতে কাজ করেছি, যা সব সময়ই বলতাম। কিন্তু এবার দেখিয়ে দিলাম যে আমরা আসলেও উন্নতি করেছি।


যদিও সবশেষ ম্যাচে নিজেদের বোলিং এবং ফিল্ডিং নিয়ে খানিকটা হতাশার মধ্যেও রয়েছেন জ্যোতি। গেল পরশুদিন স্কটল্যান্ডের বিপক্ষে আগে ব্যাট করতে নেমে নিজেদের ওয়ানডে ইতিহাসে সর্বোচ্চ ২৭৬ রানের সংগ্রহ দাঁড় করায় বাংলাদেশ। এরপর বোলিংয়ের শুরুটাও দারুণ পায় মারুফা আক্তার, নাহিদা আক্তাররা। তাতে স্কটিশ নারীরা ১১০ রানে হারিয়ে ফেলে সাত উইকেট বড় জয়ের দিকেই হাঁটছিল বাংলাদেশ। তবে তা হয়নি। প্রিয়ানাজ চ্যাটার্জি ও রাচেল স্ল্যাটার বাংলাদেশের বোলারদের পরীক্ষা নিয়েছেন, অবশ্য এর পেছনে দলের ফিল্ডারদের ব্যর্থতাই বড় কারণ, যদিও জয় পেয়েছে। তবে বিষয়টি হতাশ করেছে জ্যোতিকে। 

এ নিয়ে অধিনায়ক বলেন, ব্যাটিংয়ে আমাদের পরিকল্পনা ছিল ২৫০-এর বেশি রান করা, যা আমরা করতে সফল হয়েছি। তবে এ ম্যাচে আমরা যেভাবে বোলিং ও ফিল্ডিং করেছি, তা আমাকে বেশ হতাশ করেছে। কারণ আমরা তাদের দ্রুতই আটকে দিয়েছিলাম। সাত উইকেটও তুলে নিয়েছিলাম কিন্তু সেখান থেকে তারা ঘুরে দাঁড়িয়ে ২৪২ রান করেছে, যা আমাকে হতাশ করেছে। আমরা শেষ দুই খেলায় (থাইল্যান্ড ও আয়ারল্যান্ড) তেমনটি এই ম্যাচে করতে পারিনি।

ইত্তেফাক/কেএইচ