কক্সবাজার পর্যটন জোনের কলাতলীতে উচ্ছেদ অভিযান চলাকালে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে অবৈধ দখলদাররা। পরে আইনশৃঙ্খলা বাহিনীর বাধার মুখে পিছু হটে অবরোধকারীরা। ওই এলাকায় অভিযান চালিয়ে কক্সবাজার উন্নয়ন কতৃপক্ষের (কউক) মালিকানাধীন শতকোটি টাকার সরকারি জমি উদ্ধার করেছে প্রশাসন।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দুপুর হতে সন্ধ্যা পর্যন্ত কলাতলী বাজার এলাকায় অভিযান চালানো হয়। উচ্ছেদ অভিযান চলাকালে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন বাজারের ব্যবসায়ী ও বাজার থেকে নিয়মিত 'বখরা' আদায় করা স্থানীয় চিহ্নিত দালাল চক্র। পরে যৌথ বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।
সড়ক অবরোধ চলাকালে রাস্তা দুই পাশেই দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ফলে তীব্র গরমে ভোগান্তি পোহাতে হয় পর্যটকসহ সাধারণ যাতায়াতকারি ও শিক্ষার্থীদের।
কউকের অথরাইজড অফিসার মোহাম্মদ রিশাদ উন নবী বলেন, কলাতলীস্থ কউকে মালিকানাধীন জমিতে অবৈধভাবে গড়ে উঠা কাঁচাবাজার উচ্ছেদে বৃহস্পতিবার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। টানা কয়েক ঘণ্টার অভিযানে ৫৫ শতক জমির সম্পূর্ণ অবৈধ দখল মুক্ত করা সম্ভব হয়েছে। এ জমির বাজার মূল্য প্রায় ১০০ কোটি টাকা।
উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেয়া কউকর সচিব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সানজিদা বেগম নেতৃত্বে জানান, কউকের নিজস্ব জমিতে দীর্ঘদিন ধরে একটি দালালচক্র অবৈধভাবে বাজার বসিয়ে দৈনিক লাখ লাখ টাকা হাতিয়ে নিয়ে সরকারি জমি ভোগদখলে রাখে। সরকারি জমি উচ্ছেদ করতে গেলে চিহ্নিত দালাল চক্র কিছু ব্যবসায়ীদের লেলিয়ে দিয়ে সড়ক অবরোধসহ নানাভাবে বিক্ষোভে সরকারি কাজে বাঁধা দেয় এবং সড়ক অবরোধ করেন। পরে পুলিশ, র্যাব ও যৌথ বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে এসে অবরোধকারীদের ছত্রভঙ্গ করে দেয়।