নৈশভোজে গিয়ে চোরের খপ্পরে পড়লেন ট্রাম্প প্রশাসনের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের সচিব ক্রিস্টি নোয়েম। রোববার (২০ এপ্রিল) রাতে ওয়াশিংটন ডিসির একটি রেস্তোরাঁয় এ ঘটনা ঘটে। চুরির বিষয়টি নিশ্চিত করে নোয়েম বলেন, বিষয়টির এখনও সমাধান হয়নি।
একটি আইনি সূত্র জানিয়েছে, নোয়েমর নিরাপত্তা প্রদানকারী সিক্রেট সার্ভিস ক্যাপিটাল বার্গার রেস্তোরাঁর নিরাপত্তা ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে দেখেছে যে, মেডিকেল মাস্ক পরা একজন অজ্ঞাত পরিচয় শ্বেতাঙ্গ পুরুষ তার ব্যাগ চুরি করে রেস্তোরাঁ থেকে বেরিয়ে যাচ্ছে।
নোয়েমের ব্যাগে ড্রাইভিং লাইসেন্স, ওষুধ, অ্যাপার্টমেন্টের চাবি, পাসপোর্ট, ডিএইচএস অ্যাক্সেস ব্যাজ, মেকআপ ব্যাগ, ফাঁকা চেকবুক এবং নগদ প্রায় ৩ হাজার ডলার ছিল। একজন ডিএইচএস মুখপাত্র জানিয়েছেন, ‘ক্রিস্টি নোয়েমের পুরো পরিবার ইস্টার উপলক্ষ্যে এই শহরে রয়েছে। তিনি তার পরিবারকে নৈশভোজ এবং ইস্টার উপহার দেওয়ার জন্য এই অর্থ ব্যাগে রেখেছিলেন।’
আইন প্রয়োগকারী বিশেষজ্ঞরা উদ্বেগ প্রকাশ করেছেন যে, এই ঘটনাটি কি নিরাপত্তা জনিত ত্রুটি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলো? একজন চোর একজন মন্ত্রিপরিষদ কর্মকর্তার এত কাছে এসে তার জিনিসপত্র নিয়ে পালিয়ে যেতে পারে? প্রশ্ন তুলেছেন অনেকেই। সিএনএন-কে আইন প্রয়োগকারী বিশ্লেষক এবং সাবেক সিক্রেট সার্ভিস এজেন্ট জোনাথন ওয়াক্রো বলেছেন, এটি স্পষ্টতই নিরাপত্তা লঙ্ঘন। সিক্রেট সার্ভিস, ডিএইচএস এবং অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থাদের অবিলম্বে এই ঘটনার পর্যালোচনা করা প্রয়োজন।প্রয়োজনে, সিক্রেট সার্ভিসকে এই ধরণের ব্যক্তিগত অনুষ্ঠানগুলো কীভাবে পরিচালনা করতে হবে সে সম্পর্কে কার্যকরী পরিবর্তন আনতে হবে।' তিনি আরও বলেন যে, নোয়েম বিদেশী এবং দেশীয় উভয় ক্ষেত্রেই ঝুঁকিতে রয়েছেন। তার পাবলিক প্রোফাইলই তাকে টার্গেটে পরিণত করেছে।
সূত্র : সিএনএন