শুক্রবার, ১৩ জুন ২০২৫, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩২
The Daily Ittefaq

সকাল সকাল মিরপুর স্টেডিয়ামে তামিম ইকবাল, নেপথ্যে কী?

আপডেট : ২৫ এপ্রিল ২০২৫, ১২:১২

ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) সুপার লিগে আজ ম্যাচ না থাকলেও মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে ছিল ভিন্ন রকম উত্তেজনা। কারণ, দীর্ঘদিন পর মাঠে হাজির হয়েছেন দেশসেরা ওপেনার ও মোহামেডানের সাবেক অধিনায়ক তামিম ইকবাল।

তামিমের মাঠে আসার খবরেই সক্রিয় হয়ে ওঠেন সাংবাদিকরা। সকাল সকাল তামিমের আগেই মাঠে প্রবেশ করেন বর্তমান অধিনায়ক তাওহিদ হৃদয়। জানা গেছে, হৃদয়ের সাম্প্রতিক নিষেধাজ্ঞা নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হবেন তামিমসহ মোহামেডানের ক্রিকেটাররা। সংবাদ সম্মেলনের জন্য অপেক্ষা করছেন গণমাধ্যমকর্মীরাও।

গত ১২ এপ্রিল আবাহনীর বিপক্ষে ম্যাচে আম্পায়ার শরফুদ্দৌলা সৈকতের সঙ্গে বিতণ্ডায় জড়িয়ে দুই ম্যাচের নিষেধাজ্ঞায় পড়েন হৃদয়। পরবর্তীতে মোহামেডানের আপিলে এক ম্যাচ শাস্তি কমে গেলেও বিষয়টি ঘিরে বিসিবির অভ্যন্তরে শুরু হয় বিতর্ক। আইসিসির এলিট প্যানেল আম্পায়ার সৈকত চাকরি ছাড়ার হুমকি দেন, পদত্যাগ করেন সিসিডিএমের টেকনিক্যাল কমিটির আহ্বায়ক এনামুল হক মনি।

পরিস্থিতি সামাল দিতে নতুন করে এক ম্যাচের নিষেধাজ্ঞা পুনর্বহাল করে সিসিডিএম। ফলে গাজী গ্রুপের বিপক্ষে সুপার লিগের চতুর্থ রাউন্ডে খেলতে পারবেন না হৃদয়।

এই প্রেক্ষাপটে মাঠে এলেন তামিম। ডিপিএলের রাউন্ড রবিন পর্বে মোহামেডানের নেতৃত্বে মাঠে নেমেছিলেন তিনি। বিকেএসপিতে হৃদরোগে আক্রান্ত হয়ে মাঠ ছাড়ার পর এটাই তার প্রথম স্টেডিয়াম আগমন। আজ দুপুরে তার উপস্থিতিতে সংবাদ সম্মেলনে মুখ খুলবেন মোহামেডানের ক্রিকেটাররা।

ইত্তেফাক/এনএন