সোমবার, ২৩ জুন ২০২৫, ৮ আষাঢ় ১৪৩২
The Daily Ittefaq

নতুন রাজনৈতিক দলে যোগ দেওয়ার প্রশ্নে যা বললেন উপদেষ্টা আসিফ

আপডেট : ২৬ এপ্রিল ২০২৫, ১৮:০১

স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন, এটা ধরে নেওয়ার কোনো কারণ নেই যে আমি নতুন কোনো রাজনৈতিক দলেই যুক্ত হব। যখন রাজনীতিতে যুক্ত হওয়ার সিদ্ধান্ত নেব, তখন নিজের জন্য সেরা অপশনই বেছে নেব আমি।

আসিফ মাহমুদ বলেন, এমন তো অনেক কিছুই শোনা যায়। তবে আমার তরফ থেকে কোনো সিদ্ধান্ত এখন পর্যন্ত হয়নি। এটা ধরে নেয়ার কোনো কারণ নেই যে নতুন রাজনৈতিক দলেই যুক্ত হবো।

তিনি বলেন, জুলাই গণ-অভ্যুত্থানে সামনে থেকে নেতৃত্ব দেয়ার কারণে মানুষের একটা আকাঙ্ক্ষা তো আছেই যে, আমরা দেশের জন্য দীর্ঘমেয়াদে কাজ করি। তবে কোন রাজনৈতিক দলে আসলে যুক্ত হবো সেটা তো এখনই সিদ্ধান্ত নেয়ার সময় হয়নি কিংবা কখন যুক্ত হবো সেটাও অনেকটাই আনসার্টেইন। তবে এটা ধরে নেয়ার কোনো কারণ নেই যে, নতুন রাজনৈতিক দলেই যুক্ত হবো।

তিনি আরও বলেন, নতুন রাজনৈতিক দল হয়েছে। যেহেতু আমি ইয়াং জেনারেশনের একজন এবং আমাদের বয়সী যারা আছেন তারাই (দলটি) করেছেন। সেখানে আগ্রহ তো আছেই। তবে আমি যখন রাজনীতি করার কথা চিন্তা করব, তখন আমার জন্য বেস্ট অপশনটাই চুজ করব।

ইত্তেফাক/এমএস