মাদ্রিদ ওপেনে তিনবারের চ্যাম্পিয়ন নোভাক জোকোভিচ। তবে এবারের মাদ্রিদ ওপেনে দ্বিতীয় রাউন্ডেই বিদায় নিয়েছেন এই সার্বিয়ান। শনিবার (২৬ এপ্রিল) ইতালির মাত্তেও আরনালদির কাছে ৬-৩, ৬-৪ গেমে হেরেছেন তিনি। এমন হারের পর এই টুর্নামেন্টে আর না খেলার ইঙ্গিত দিয়েছেন জোকোভিচ।
সময়টা ভালো যাচ্ছে না জোকোভিচের। মায়ামি ওপেনে অপ্রত্যাশিত হার দেখেছেন। তার পর এই মাসে মন্তে কার্লোতেও বিদায় নিয়েছেন দ্বিতীয় রাউন্ডে। টানা তিনটি হারই এসেছে সরাসরি সেটে। এমন হারে তাই ভালো বোধ করছেন না জোকোভিচ। তিনি বলেন, ‘অবশ্যই এভাবে হারলে তো ভালো লাগবে না। তবে এই বছর আমার এমন কয়েকটা অভিজ্ঞতা হয়েছে, যেখানে প্রথম রাউন্ডেই দুর্ভাগ্যবশত হেরেছি।’
তিনি আরও বলেন, ‘এখানে ইতিবাচক দিক হলো মন্তে কার্লো বা অন্য টুর্নামেন্টের চেয়ে নিজেকে বেশি উপভোগ করেছি। কিন্তু যে পর্যায়ে আমার টেনিস থাকার কথা, সেখানে তা নেই। তবে এটাই সত্যি। আমি ভালো খেলোয়াড়ের কাছে হেরেছি।’
মাদ্রিদে এটি তার শেষ ম্যাচ কিনা এমন প্রশ্নের জবাবে ২৪ গ্র্যান্ড স্লাম জয়ী বলেন, ‘হতে পারে। আমি নিশ্চিত না যে আবার ফিরবো কিনা। তাই জানি না কী বলবো। ফিরতে পারি, তবে একজন খেলোয়াড় হিসেবে হয়তো নয়। এমনটা আশা করি না, কিন্তু সেটা হতেও পারে।’