শুক্রবার, ১৩ জুন ২০২৫, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩২
The Daily Ittefaq

কিম কার্দাশিয়ানের হীরের পায়েলের কাছে তুচ্ছ বিলাসবহুল বাংলোও

আপডেট : ২৭ এপ্রিল ২০২৫, ১৯:২৫

কিম কার্দাশিয়ানকে ধরা হয় বোল্ড ফ্যাশন আইকন হিসেবে। স্টেট্মেন্ট ফ্যাশন, বিলাসবহুল জীবনের জন্য ফ্যাশনপ্রেমীদের কাছে অধিক জনপ্রিয় কার্দাশিয়ান পরিবারের এই সদস্য।

কীভাবে ট্রেন্ডি থাকতে হয় আর নেটদুনিয়াকে মাতিয়ে রাখতে হয় তা ভালোই জানেন কিম। সবসময়েই আকর্ষণের কেন্দ্রবিন্দু হিসেবে থাকতে পছন্দ করেন এই ফ্যাশন আইকন।

সম্প্রতি নিজের ইনস্টাগ্রামে পরিবারের সদস্যদের নিয়ে অবকাশযাপনের কিছু ছবি শেয়ার করেছেন কিম কার্দাশিয়ান। আর তাতেই রীতিমত হা হয়ে গেছে ফ্যাশন দুনিয়া। ঘুরতে গিয়ে পায়েল পরে বালিতে পা রেখে খুব সাধারণ এক ছবি পোস্ট করেছিলেন এই তারকা, আর তাতেই মাতোয়ারা ফ্যাশনপ্রেমীরা। কারণ ওই পায়েল যে সে পায়েল নয়, এর দাম কয়েক হাজার ডলার। তবে পায়েলের সঠিক দাম জানা না গেলেও গহনা বিশেষজ্ঞ জুলিয়া চাফে বলছেন, এই পায়েলের দাম তার বিলাসবহুল বাড়ির চেয়েও বেশি।

এই পায়েলগুলোর দামে কেনা যাবে একটি বিলাসবহুল বাংলো

জুলিয়া ওই পায়েলের বর্ণনা দিতে গিয়ে বলেন, কিম কয়েক স্তরে পায়েলটি পরেছেন। সেখানে ছিল একটি টেনিস ব্রেসলেট, গোলাপি সাফায়ারের একটি ব্রেসলেট এবং একটি সাদা হীরের ব্রেসলেট যা অনেকটা প্রিন্সেস ডায়ানার ফ্যাশন অনুকরণ করে। এর মধ্যে প্রত্যেকটি সাফায়ার ছিল প্রায় ৩ ক্যারেটের যা অনেকের এনগেজমেন্ট রিং এর থেকেও বড়।

এই গহনা বিশেষজ্ঞ আরও বলেন, কিম যেভাবে এতো বহুমূল্য ব্রেসলেটগুলো পায়েল বানিয়ে পায়ে পরে ঘুরছেন, সেটা সম্ভব তিনি শুধুমাত্র কিম কার্দাশিয়ান বলে। জুলিয়া বলেন, এর একটা ব্রেসলেটও যদি তার থাকতো, তিনি এটা এভাবে পরে ঘুরে বেড়ানোর সাহস করতেন না।  

ইত্তেফাক/এটিএন

এ সম্পর্কিত আরও পড়ুন