সোমবার, ১৬ জুন ২০২৫, ২ আষাঢ় ১৪৩২
The Daily Ittefaq

পাকিস্তানী শিল্পীরা ভারতে কাজ করুক চান না জাভেদ আখতার

আপডেট : ৩০ এপ্রিল ২০২৫, ১৫:৪৬

বছর খানেক ধরেই ভারতীয় বিনোদুনিয়ায় পাকিস্তানি শিল্পীদের নিষিদ্ধ করে দিয়েছে সিনে সংগঠনগুলো। বিশেষ করে পুলওয়ামা কাণ্ডের পর থেকে ভারতে পাক তারকাদের প্রবেশ নিষিদ্ধ হয়েছে। সুপ্রীম কোর্টের রায়ে বিষয়টা সমাধান হলেও তার পর আর সেভাবে কোনও পাক শিল্পীকে ভারতের সিনেজগতে কাজ করতে দেখা যায়নি।

এদিকে জম্মু-কাশ্মিরের পেহেলগামে হামলার ঘটনায় পাক শিল্পীদের ‘বয়কটের’ বিষয়ে মুখ খুলেছেন কবি, গীতিকার বলিউডের চিত্রনাট্যকার জাভেদ আখতার।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, সংবাদ সংস্থা পিটিআই-এর সাক্ষাৎকারে জাভেদ আখতার বলেন, ‘আমরা যদি পাকিস্তানি শিল্পীদের বয়কট করি, তাহলে পাকিস্তানের কাকে খুশি করছি আমরা? সেনাবাহিনীকে? ওরা দূরত্ব তৈরি করতে চায়। আর এটাই ওদের জন্য উপযুক্ত।’

জাভেদ আখতার। ছবি: সংগৃহীত  

তার কথায়, ‘সম্পর্ক আর সম্মানের বিষয়টা সবসময়ে একতরফা থেকেছে। নুসরাত ফাতেহ আলি খান, গুলাম আলি, নূর জাহান ভারতে যখন এসেছিলেন, আমরা তাদের দারুণভাবে অভ্যর্থনা জানিয়েছিলাম। এরপর ফয়েজ আহমেদ ফয়েজ এলেন।’

প্রবীণ শিল্পী বলেন, ‘যিনি উপমহাদেশের একজন বড় কবি। আসলে পাকিস্তানের বাসিন্দা হলেও তিনি যখন অটল বিহারী বাজপেয়ীর আমলে ভারতে এসেছিলেন, তখন তাকে রীতিমতো রাষ্ট্রপ্রধানের মতো সম্মান দিয়েছিল সরকার। এর প্রতিদান কখনও দেওয়া হয়নি। না মানে পাকিস্তানের নাগরিকদের প্রতি আমার কোনো অভিযোগ নেই।’

জাভেদ আখতারের ভাষ্য, ‘পাকিস্তানের বড় বড় কবিরা লতা মঙ্গেশকরের গানের জন্য লিখেছিলেন। ষাট-সত্তরের দশকে তো ভারত এবং পাকিস্তান, দুই দেশের মধ্যে সবচেয়ে জনপ্রিয় শিল্পী ছিলেন লতাজি, কিন্তু কেন কোনোদিন পাকিস্তানে ওর কোনও গান রেকর্ড হল না? পাকিস্তানের মানুষের প্রতি আমার এক্ষেত্রে কোনও অভিযোগ নেই।’

পদবীর জেরে একাধিকবার দেশদ্রোহী তকমার মুখে পড়েছেন জাভেদ। পালটা জবাব দিতেও ছাড়েননি। এবার পেহেলগামে সন্ত্রাসী হামলার পর জাভেদ আখতার সাফ জানিয়েছেন যে, আপাতত এমন আবহে তার সায় নেই পাক শিল্পীরা এদেশে কাজ করুক।

পাকিস্তানকে আর ছাড় নয়, পেহেলগামে জঙ্গি হামলার পরই ভারত সরকারের তরফে প্রতিবেশী দেশকে কড়া হুঁশিয়ারি দেওয়া হয়েছে। বাতিলের পথে সিন্ধু জলচুক্তি। ভারত ছেড়ে বেরিয়ে যাওয়ার কড়া নির্দেশিকা জারি হয়েছে পাক নাগরিকদের উপর। সন্ত্রাস হামলার পর ক্ষোভের আগুন জ্বলে উঠেছে ভারতীয় বিনোদুনিয়াতেও। 

প্রসঙ্গত, পেহেলগাম কাণ্ডের জেরে ভারতে আটকে গেছে পাক সুপারস্টার ফাওয়াদ খানের ‘আবির গুলাল’ সিনেমার মুক্তি! বলিউড সুপারস্টার সুনীল শেঠিও তার সিনেমার মুক্তি বাতিল করেছেন পাকিস্তানে। এরই মধ্যে পেহেলগাম কাণ্ডে পাক শিল্পীরাও শোকপ্রকাশ করেছেন, কিন্তু তাতেও চিঁড়ে ভেজেনি। এমন আবহে পাকিস্তানি শিল্পীদের নিষিদ্ধ করতে একজোট ফিল্ম ফেডারেশন অ্যান্ড টেলিভিশন ডিরেক্টর্স অ্যাসোসিয়েশন এবং ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এপ্লয়িজ। এবার সংশ্লিষ্ট ইস্যুতে সুর চড়ালেন জাভেদ আখতার।

ইত্তেফাক/এসএ