শুক্রবার, ২০ জুন ২০২৫, ৫ আষাঢ় ১৪৩২
The Daily Ittefaq

আমাকে খোলামেলা পোশাকে দেখার এতো ইচ্ছা কেন, প্রশ্ন শবনম ফারিয়ার

আপডেট : ৩০ এপ্রিল ২০২৫, ১৮:৩০

তারকাদের প্রায়ই নানা ধরণের বিভ্রান্তিকর পরিস্থিতির মধ্যে পড়তে হয়। সম্প্রতি সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স (এআই) বা কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার করে অন্য নারীর ছবির ওপর অভিনেত্রীর ছবি বসিয়ে সেগুলো ছড়িয়ে দেওয়া হচ্ছে। 

কিছুদিন আগেই চিত্রনায়িকা পরীমণির এমনই কিছু ছবি ফেসবুকে ঝড়ের গতিতে ছড়িয়ে পড়ে। এবার একই ঘটনার শিকার হলেন অভিনেত্রী শবনম ফারিয়া।

শবনম ফারিয়া। ছবি: সংগৃহীত  

এক নারীর চেহারার ওপরে তার ছবি বসিয়ে সেগুলো ভাইরাল করা হয়েছে। সাবেক এক ছাত্রলীগ নেতার ফেসবুক অ্যাকাউন্ট থেকেই ছবিগুলো ছড়ানো হয়েছে।

বিষয়টি নিয়ে বেশ বিরক্তিই প্রকাশ করতে দেখা গেল অভিনেত্রীকে। 

ফারিয়া নিজেই সেই ভাইরাল ছবিগুলো নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে প্রকাশ করে লিখেছেন, ‘এবার এক গন্ডার বড় ভাই এই আপার ছবিতে আমার মুখ এডিট করে বসিয়ে পোস্ট দিয়েছে। আমি বুঝলাম না, এই ভাইয়াদের আমাকে এত খোলামেলা পোশাকে দেখার ইচ্ছা কেন? এত কষ্ট করে এডিট করে!’

এরপরে খোঁচা দিয়ে অভিনেত্রী লেখেন, ‘আমি তো এমনেই স্লিভলেস পরে ছবি দেই। ওইগুলো যথেষ্ট অশালীন না লাগায় ওনাদের হতাশা দেখলে মাঝে মাঝে আমার মন চায়, এমন কয়েকটা ছবি তুলেই ফেলি। প্রমিজ করলাম, নেক্সট বিদেশ ঘুরতে গেলে আপনাদের এই এডিটিংয়ের কষ্ট কমায় দেওয়ার আপ্রাণ চেষ্টা করব।’

শবনম ফারিয়া। ছবি: সংগৃহীত

এবারই প্রথম নয়, এর আগেও সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন বিষয় নিয়ে সরব থেকেছেন ফারিয়া। তাকে নিয়ে এক যুবকের আপত্তিকর মন্তব্যে কড়া প্রতিবাদ জানিয়েছিলেন অভিনেত্রী। যে ঘটনায় চাকরিচ্যুত হন সেই যুবক।

ইত্তেফাক/এসএ