বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ২৬ আষাঢ় ১৪৩২
The Daily Ittefaq

মাগুরায় সড়কে ঝরলো দুজনের প্রাণ

আপডেট : ০১ মে ২০২৫, ১৪:৫৬

মাগুরায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুই জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১ মে) সকাল থেকে দুপুর পর্যন্ত মাগুরা-শ্রীপুর লাঙ্গলবান্ধ সড়কের শ্রীপুরের গয়েশপুর এবং মহম্মদপুরের বেথুড়ি এলাকায় পৃথক দুর্ঘটনায় তাদের মৃত্যু হয়।

দুর্ঘটনায় নিহতরা হলেন, মোটরসাইকেল চালক মো. তাছলিম (৬২) এবং মহম্মদপুরের বেথুড়ি গ্রামের আবিদ (১২)।

শ্রীপুর থানা পুলিশ, স্থানীয় বাসিন্দা এবং প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, দুপুর ১টার দিকে গয়েশপুর এলাকায় একটি ত্রি-হুইলার গাড়ির সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষের ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহত মো. তাছলিম দুর্ঘটনা কবলিত মোটরসাইকেলের চালক ছিলেন। তার বাড়ি শ্রীপুরের চতুরিয়া গ্রামে।

মাগুরার শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইদ্রিস আলী দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

অন্যদিকে মাগুরার মহম্মদপুরের বেথুড়ি এলাকায় সকাল সাড়ে ১০টার দিকে দ্রুতগতির ট্রাক্টরের চাপায় প্রাণ হারান আবিদ। আবিদ ওই গ্রামের ওমর শেখের ছেলে।

মহম্মদপুর থানার ওসি মো. আব্দুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ট্রাক্টর চাপায় আবিদ নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ইত্তেফাক/এপি