শনিবার, ১৪ জুন ২০২৫, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩২
The Daily Ittefaq

খুনির অনুচররা নামের আগে ‘সাংবাদিক’ লেখা বাদ দিন: মুশফিকুল ফজল

আপডেট : ০১ মে ২০২৫, ১৫:০৮

শেখ হাসিনার অনুচর, সুবিধাভোগী, লুটেরা এবং খুনের সমর্থকদের নামের আগে ‘সাংবাদিক’ লেখা পরিত্যাগ করার দাবি জানিয়েছেন মেক্সিকোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী।

বৃহস্পতিবার (১ মে) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া একটি পোস্টে তিনি এ দাবি জানান।

পোস্টে তিনি আরও লেখেন, বাংলাদেশের হাজারো মানুষের প্রাণ হরণকারী, জাতিসংঘ স্বীকৃত মানবাধিকার লঙ্ঘনের দায়ে অভিযুক্ত পলাতক ওই খুনির পক্ষাবলম্বনকারীরা সাংবাদিক হতে পারে না!

মুশফিকুল ফজল আনসারী ফেসবুক আইডিতে দেওয়া পোস্টের স্ক্রিনশট। ছবি: ফেসবুক থেকে নেওয়া

তিনি আরও লেখেন, হাসিনার অনুচর, সুবিধাভোগী, লুটেরা এবং খুনের সমর্থকদের নামের আগে ‘সাংবাদিক’ লেখা পরিত্যাগ করুন। 

গত ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে দেশ ত্যাগ করেন শেখ হাসিনা। এরপর থেকে তিনি ভারতে রয়েছেন বলে জানা যায়।

ইত্তেফাক/এএইচপি