বুধবার, ১৮ জুন ২০২৫, ৪ আষাঢ় ১৪৩২
The Daily Ittefaq

ক্রিকেট না বোঝা লোক যেন বোর্ডে না আসে—তামিমের অনুরোধ

আপডেট : ০৩ মে ২০২৫, ১৫:৪৯

দেশের ক্রীড়াঙ্গনের সবচেয়ে বেশি আলোচনায় থাক ক্রিকেট। বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল তাই মনে করেন, বিসিবির যারা পরিচালক হবেন তাদের অবশ্যই ক্রিকেটের বেসিক জানা থাকতে হবে। 

শনিবার (৩ মে) জাতীয় ক্রীড়া পরিষদের অডিটোরিয়ামে ‘বাংলাদেশ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক অ্যাসোসিয়েশন’ নামের নতুন সংগঠনের আত্মপ্রকাশ অনুষ্ঠানে এসব কথা বলেন দেশসেরা ওপেনার।

তামিম বলেন, ‘জেলা-বিভাগের একটা এত সুন্দর প্রোগ্রাম। আমি ছোট হয়ে আপনাদের কাছে একটা জিনিস অনুরোধ করবো—যারা যোগ্য ক্রিকেট বোর্ডকে প্রতিনিধিত্ব করার জন্য, ১২টা জেলা থেকে হোক কিংবা বিভাগ থেকে হোক, যাদের বেসিক ক্রিকেটিং আইডিয়াজ আছে, যাদের একটা স্বপ্ন আছে, আমি বাংলাদেশ ক্রিকেটকে এই জায়গায় নিয়ে যেতে চাই, এটাই অনুরোধ করবো তাদেরকে সিলেক্ট করা হোক। কারণ অতীতে আমরা অনেকবারই দেখেছি যখন, যারা জেলা বা বিভাগ থেকে আসেন, তখন তারা জেলা-বিভাগের থাকেন, ঠিক যখন তারা ক্রিকেট বোর্ডের পরিচালক হন, তখন তারা বোর্ডের পরিচালক হয়ে যান, জেলা-বিভাগকে ভুলে যান।’

দেশের বিভিন্ন প্রান্তে ঘুরে নিজের তিক্ত অভিজ্ঞতার কথা উল্লেখ করে তামিম বলেন, ‘এখনো অনেক জেলা-বিভাগে আছে যেখানে স্ট্যান্ডার্ড মান বজায় রেখে একটা ক্রিকেট লিগও হয় না। ক্রিকেটকে আমরা বলি বাংলাদেশের সবচেয়ে বড় স্পোর্টস। অবশ্যই ফুটবল সবচেয়ে বড় খেলা। কিন্তু বাংলাদেশের সবচেয়ে বড় স্পোর্টসকে (ক্রিকেট) এভাবে যদি আমরা ট্রিট করি...। এই জেলা বিভাগ থেকে কিন্তু পরিচালক হচ্ছেন, এখান থেকেই পলিসি মেনটেইন করছেন। কিন্তু তাঁরা যদি তাঁদের জেলা বিভাগের জন্য কাজই না করে, তাহলে আমার মনে হয় এ ধরনের লোক দরকার নেই ক্রিকেট বোর্ডে আসার। তাই আমি বলব, যোগ্য লোকদের নির্বাচন করতে হবে।’

বাংলাদেশ দলের সাবেক এই অধিনায়ক আরও বলেন, ‘আমি সব সময় যেটা অনুভব করি, যেটা প্রতিনিধিত্ব করার চেষ্টা করি, আমি যেটা সঠিক মনে করি ওই বিষয়ে কথা বলতে পছন্দ করি। যেহেতু আমি ক্রিকেটেরই লোক, ক্রিকেট নিয়েই কথা বলি। আমরা যেকোনো খেলায় ম্যাচ শেষে ফলটা নিয়ে কথা বলি। বাংলাদেশ জিতলো, হারলো, খারাপ খেললো, ভালো খেললো—আমরা সব সময় এই জিনিসটা নিয়ে ভাবি। প্রত্যেকটা জেতা-হারা, ভালো খেলা, খারাপ খেলার সঙ্গে অনেক কিছু জড়িত থাকে।’

ইত্তেফাক/জেডএইচ