বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ২৬ আষাঢ় ১৪৩২
The Daily Ittefaq

করিডরের সিদ্ধান্ত বাতিল না হলে রাজপথে নামার হুঁশিয়ারি নুরের 

আপডেট : ০৩ মে ২০২৫, ১৯:৫৪

মিয়ানমারের রাখাইন রাজ্যে মানবিক করিডর দেয়ার সিদ্ধান্ত থেকে সরকার সরে না এলে রাজপথে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন গণ–অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। তিনি বলেন, সরকার যদি রাখাইনের জন্য তথাকথিত মানবিক করিডর চালু করার সিদ্ধান্ত থেকে না সরে, তবে গণ–অধিকার পরিষদ রাজপথে নামতে বাধ্য হবে।

শনিবার (৩ মে) রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। 

নুর উপদেষ্টা পরিষদের সম্প্রসারণ নিয়েও প্রশ্ন তোলেন। তিনি বলেন, আসিফ, নাহিদসহ যারা উপদেষ্টা হয়েছেন, তাদের প্রধান দায়িত্ব ছিল আহতদের চিকিৎসা নিশ্চিত করা এবং ফ্যাসিস্টদের বিচারের উদ্যোগ নেয়া। কিন্তু আমরা তা দেখতে পাইনি। রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার বাইরে উপদেষ্টা পরিষদ সম্প্রসারিত হয়েছে, যা যৌক্তিক নয়। যারা জুলাইয়ের চেতনা ধারণ করে না, তাদের পরিহার করুন।

তিনি আরও জানান, জনগণের মধ্যে নতুন নেতৃত্বের প্রতি আস্থা তৈরি হয়েছে এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে গণ–অধিকার পরিষদ দেশের ৩০০ আসনেই প্রার্থী দেবে।

অনুষ্ঠানে দলের সাধারণ সম্পাদক মো. রাশেদ খান বলেন, ফ্যাসিস্টদের বিচার না করে সরকার এখন করিডর–করিডর খেলায় মেতেছে। বাংলাদেশের ভূখণ্ড দিয়ে কোনো করিডর চালু হতে দেওয়া হবে না। অতীতে ভারতের দালালি দেখেছি, আর এখন দেখছি পশ্চিমাদের দালালি।

তিনি আরও বলেন, দেশের জনগণ কিংবা রাজনৈতিক দলগুলোর সঙ্গে কোনো পরামর্শ ছাড়াই করিডর দেয়ার সিদ্ধান্ত সরকার নিতে পারে না। এটা জনগণের স্বার্থবিরোধী।

ইত্তেফাক/এমএস