সোমবার, ১৬ জুন ২০২৫, ২ আষাঢ় ১৪৩২
The Daily Ittefaq

নিবন্ধন ফিরে পেতে জামায়াতের আপিলের শুনানি চলতি সপ্তাহে 

আপডেট : ০৪ মে ২০২৫, ১৩:৪১

রাজনৈতিক দল হিসেবে জামায়াতে ইসলামীর নিবন্ধন ফিরে পেতে আপিল শুনানি চলতি সপ্তাহে পুনরায় শুরু হবে। মঙ্গলবার বা বুধবার নিবন্ধন মামলাটি আদালতের কার্যতালিকায় আসতে পারে বলে জানিয়েছেন আইনজীবী।

রোববার (০৪ মে) সকালে বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগের তিন সদস্যের বেঞ্চ আপিল বিভাগে দ্রুত শুনানি চেয়ে জামায়াতের পক্ষে আবেদন করেন ব্যারিস্টার এহসান আবদুল্লাহ সিদ্দিকী। এ সময় তার সঙ্গে ছিলেন আইনজীবী শিশির মনির।

আবেদনে বলা হয়, জামায়াতের নিবন্ধন ফিরে পেতে আপিল শুনানি শুরু হলেও হঠাৎ স্থগিত হয়ে যায়। এ মামলার সঙ্গে দলটির রাজনৈতিক ভবিষ্যৎ সরাসরি জড়িত হওয়ায় দ্রুত শুনানির প্রয়োজন।

২০১৩ সালের ১ আগস্ট জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিল ও অবৈধ ঘোষণা করে রায় দেন হাইকোর্ট। এরপর ২০১৮ সালের ৭ ডিসেম্বর বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিল করে প্রজ্ঞাপন জারি করে নির্বাচন কমিশন (ইসি)। পরে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করে জামায়াতে ইসলামী। তবে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে করা আপিল শুনানিতে জামায়াতের মূল আইনজীবী উপস্থিত না থাকায় ২০২৩ সালের নভেম্বরে তৎকালীন প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন ছয় বিচারপতির আপিল বিভাগ ‘ডিসমিস ফর ডিফল্ট’ বলে আপিল আবেদনটি খারিজের আদেশ দেন। এর ফলে রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায় বহাল থাকে। 

ইত্তেফাক/কেএইচ