শনিবার, ১৪ জুন ২০২৫, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩২
The Daily Ittefaq

ইতালিতে ‘জিহাদি উসকানির’ অভিযোগে দুই বাংলাদেশি যুবক আটক

আপডেট : ১১ মে ২০২৫, ১৪:৪৪

ইতালির দক্ষিণাঞ্চলীয় শহর পালেরমোতে ‘জিহাদি উসকানিমূলক’ কনটেন্ট অনলাইনে ছড়ানোর অভিযোগে দুই বাংলাদেশি যুবককে আটক করেছে দেশটির পুলিশ। আদালতের নির্দেশে তাদের গৃহবন্দী রাখা হয়েছে এবং শরীরে পরানো হয়েছে ইলেকট্রনিক জিপিএস ট্র্যাকার।

স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে জানা গেছে, আটককৃত দুই যুবকের নাম হিমেল আহমেদ (২১) ও মুন্না তফাদার (১৮)। তবে ইতালির আইন অনুযায়ী আদালতের আদেশ না পাওয়া পর্যন্ত তাদের পূর্ণ পরিচয় প্রকাশ করা হয়নি।

আটকের বিষয়টি নিশ্চিত করেন ইতালির ভাইস প্রেসিডেন্ট ও পরিবহনমন্ত্রী মাত্তেও সালভিনি। শনিবার সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে দেওয়া এক পোস্টে তিনি বলেন, 'এই দেশে কোনো সন্ত্রাসীর জায়গা নেই। যত দ্রুত সম্ভব আদালতের আদেশ অনুযায়ী তাদের নিজ দেশে ফেরত পাঠানো হবে।'

তদন্তের নেতৃত্ব দেওয়া পালেরমো প্রসিকিউটর অফিসের প্রধান মাউরিজ্জিয়ো দি লুসিয়ার তত্ত্বাবধানে পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে।

ইতালির স্কাই টিজি ২৪-এর প্রতিবেদনে বলা হয়, হিমেল ও মুন্নার টিকটক অ্যাকাউন্ট থেকে গত মার্চ ও এপ্রিল মাসে ধারাবাহিকভাবে ধর্মীয় উগ্রবাদে উদ্বুদ্ধকারী, পশ্চিমবিরোধী ও জিহাদ-সম্পৃক্ত ভিডিও প্রকাশ করা হয়। এসব ভিডিওতে গাজা সংকট নিয়ে একপাক্ষিক ও জঙ্গি মতাদর্শ প্রচারের অভিযোগ উঠেছে।

পুলিশ জানায়, অভিযুক্তদের সোশ্যাল মিডিয়া প্রোফাইলে ওসামা বিন লাদেনের ছবি ও প্রচারণামূলক উপাদান পাওয়া গেছে। এছাড়া আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) ব্যবহার করে তারা কীভাবে সন্ত্রাসী হামলা চালানো যায়, তা নিয়েও অনুসন্ধান চালিয়েছিল বলে ধারণা করছে তদন্তকারী দল।

এ বিষয়ে স্থানীয় বাংলাদেশি কমিউনিটির কেউ প্রকাশ্যে কোনো মন্তব্য করতে রাজি হননি। পুলিশ জানিয়েছে, তদন্ত এখনো চলমান রয়েছে এবং প্রয়োজন হলে আরও ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের আওতায় আনা হতে পারে।

ইত্তেফাক/টিএইচ