বুধবার, ১৮ জুন ২০২৫, ৪ আষাঢ় ১৪৩২
The Daily Ittefaq

ব্রাহ্মণবাড়িয়ায় পৃথকস্থানে বজ্রপাতে চারজন নিহত

আপডেট : ১১ মে ২০২৫, ১৯:৫৫

ব্রাহ্মণবাড়িয়ায় পৃথকস্থানে বজ্রপাতের ঘটনায় চারজনের মৃত্যু হয়েছে। রোববার (১১ মে) বিকেলে জেলার নাসিরনগর ও আখাউড়ায় উপজেলায় এসব ঘটনা ঘটে। নিহতরা হলেন- সরাইলের কালিকচ্ছ গ্রামের আব্দুর রাজ্জাক, নাসিরগরের গোর্কণ গ্রামের শামসুল হুদা, আখাউড়া উপজেলার রুটি গ্রামের সেলিম, বনগজ গ্রামের জামির খাঁ। 

পুলিশ ও স্থানীয়রা জানায়, বিকেলে নাসিরনগরের টেকানগর গ্রামে ধান কাটার সময় বজ্রাপাতে আব্দুর রাজ্জাক ঘটনাস্থলে মারা যায়। এছাড়াও উপজেলার গোকর্ণ গ্রামের বেড়িবাঁধ এলাকায় ফসলি মাঠে কাজ করার সময় শামসুল হুদা নামে এক কৃষক বজ্রপাতে মারা যায়।

এ দিকে আখাউড়া উপজেলার বনগজ গ্রামের ধান কাটার মেশিন নিয়ে মাঠে যাওয়ার সময় জামির খাঁ এবং রুটি গ্রামে নিজ ধানি জমিতে কাজ করার সময় সেলিম মিয়া বজ্রাপাতে নিহত হয়।

আখাউড়া ও নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা চারজনের মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

ইত্তেফাক/এমএস