সোমবার, ১৬ জুন ২০২৫, ২ আষাঢ় ১৪৩২
The Daily Ittefaq

রাজশাহী অঞ্চলের তাপমাত্রা ৪০.৮ ডিগ্রিতে, জনজীবন বিপর্যস্ত

আপডেট : ১১ মে ২০২৫, ২১:৫৫

রাজশাহী অঞ্চলের উপর দিয়ে বয়ে যাচ্ছে তীব্র তাপদাহ। কয়েকদিন ধরেই সূর্যের প্রচণ্ড উত্তাপ আর তপ্ত বাতাসে পুড়ছে নগরজীবন। রোদের তেজ ও গরমের কষাঘাতে বিপর্যস্ত হয়ে পড়েছে মানুষ। সবচেয়ে ভোগান্তি পোহাচ্ছেন দিনমজুর ও খেটে খাওয়া শ্রমজীবীরা।

রাজশাহী আবহাওয়া অফিস সূত্র জানায়, শনিবার রাজশাহী অঞ্চলের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয় ৪০.৭ ডিগ্রি সেলসিয়াস। যাকে তীব্র তাপপ্রবাহ বলা হয়। রবিবার (১১ মে) রাজশাহী অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪০.৮ ডিগ্রি সেলসিয়াস, যা চলতি মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা।

সূত্র মতে, রবিবার সকাল থেকেই তাপমাত্রা বাড়ছিল। সকাল সাড়ে ৯টায় ৩৩.৬ ডিগ্রি সেলসিয়াস, ১০টায় ৩৬.৬ ডিগ্রি, সাড়ে ১১টায় ৩৭.৪ ডিগ্রি, দুপুর ২টায় ৪০.৭ ডিগ্রি এবং বিকাল ৩টায় ৪০.৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। 

এদিকে প্রখর উত্তাপ ও আগুনের মত উত্তপ্ত বাতাসের কারণে জনজীবনে নেমে আসে চরম দুর্ভোগ। ফলে রাস্তাঘাট, বাজার কিংবা অফিস সর্বত্র মানুষের উপস্থিতি কমেছে। খুব প্রয়োজন ছাড়া মানুষ ঘর থেকে বের হচ্ছেন না। কর্মজীবীদের অনেকেই মাথায় গামছা বেঁধে, কেউবা ছাতা বা রোদচশমা পরে রোদের সঙ্গে যুদ্ধ করে চলেছেন।

এদিকে তীব্র গরম থেকে সামান্য স্বস্তি পেতে নগরীর বিভিন্ন প্রান্তে মানুষ আশ্রয় নিচ্ছেন গাছের ছায়ায়। কেউ প্রাণ জুড়াচ্ছেন আখের শরবত, লেবুর রস বা ঠাণ্ডা পানীয় পান করে। তবে তাতেও মিলছে না পরিত্রাণ।

আবহাওয়া অফিস সূত্র জানায়, আগামী কয়েকদিন তাপমাত্রার উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা কম। বরং চলমান তীব্র তাপপ্রবাহ আরও কিছুদিন স্থায়ী হতে পারে।

ইত্তেফাক/এএইচপি