সোমবার, ১৬ জুন ২০২৫, ২ আষাঢ় ১৪৩২
The Daily Ittefaq

বিদেশে চিকিৎসার জন্য নেওয়া যাবে ১৫ হাজার ডলার

আপডেট : ১২ মে ২০২৫, ২০:৩৫

বিদেশে উন্নত চিকিৎসার জন্য যাওয়া বাংলাদেশিদের জন্য বড় একটি স্বস্তির ঘোষণা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। চিকিৎসার খরচ পাঠানোর সর্বোচ্চ সীমা ১০ হাজার মার্কিন ডলার থেকে বাড়িয়ে ১৫ হাজার ডলার নির্ধারণ করেছে কেন্দ্রীয় ব্যাংক। সোমবার (১২ মে) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা ও নীতি বিভাগ থেকে জারি করা একটি প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

নতুন নিয়মে কী থাকছে?

নতুন নির্দেশনায় বলা হয়েছে, একজন ব্যক্তি চিকিৎসা খরচ হিসেবে এখন থেকে সর্বোচ্চ ১৫ হাজার মার্কিন ডলার বৈধভাবে বিদেশে পাঠাতে পারবেন। এই অর্থ সরাসরি বিদেশি হাসপাতালের নামে পাঠানো যাবে অথবা আন্তর্জাতিক ডেবিট, ক্রেডিট কিংবা প্রিপেইড কার্ডের মাধ্যমে খরচ করা যাবে। তবে সর্বোচ্চ ৫ হাজার ডলার পর্যন্ত নগদ অর্থ (নোট আকারে) সঙ্গে নেওয়ার অনুমতি থাকবে।

বাংলাদেশ ব্যাংকের অন্যান্য পূর্ববর্তী শর্ত ও নির্দেশনাগুলো বহাল থাকছে। তবে নতুন এই সীমা অনুযায়ী, এখন থেকে ব্যাংকগুলো বাংলাদেশ ব্যাংকের অনুমোদন ছাড়াই ১৫ হাজার ডলার পর্যন্ত ছাড় করতে পারবে। অতিরিক্ত অর্থ পাঠাতে হলে সংশ্লিষ্ট ব্যাংককে কেন্দ্রীয় ব্যাংকের অনুমতি নিতে হবে।

ভিসা জটিলতায় বিকল্প দেশে ঝুঁকছে রোগীরা :

সংশ্লিষ্ট বিশেষজ্ঞ ও ব্যাংকারদের মতে, প্রতিবেশী দেশ ভারতে ভিসা পাওয়া বর্তমানে বেশ জটিল হয়ে পড়েছে। ফলে অনেকেই চিকিৎসার জন্য থাইল্যান্ড, সিঙ্গাপুর, চীন, যুক্তরাজ্য বা যুক্তরাষ্ট্রের মতো তুলনামূলক ব্যয়বহুল দেশে যাচ্ছেন। এসব দেশে চিকিৎসা ব্যয় বেশি হওয়ায় ১০ হাজার ডলারে সীমাবদ্ধতা গ্রাহকদের জন্য সমস্যা হয়ে দাঁড়িয়েছিল। নতুন সীমা কার্যকর হওয়ায় চিকিৎসা-সফরে যাওয়া রোগী ও তাদের পরিবারের জন্য এটি একটি বড় স্বস্তির খবর। বাংলাদেশ ব্যাংকের এক কর্মকর্তা বলেন, চিকিৎসার নামে অনেকে হুন্ডি বা অনানুষ্ঠানিক পথে অর্থ পাঠাতেন। নতুন সীমা এবং সহজ প্রক্রিয়ায় অর্থ ছাড়ের সুযোগ থাকলে হুন্ডির প্রবণতা কমবে, বৈধপথে রেমিট্যান্স আসবে।

ভারত ভিসা কমিয়ে দেওয়ায় অন্য দেশের দিকে ঝুঁকছে বাংলাদেশী রোগীরা। ছবি: সংগৃহিত

অন্য খাতেও শিথিলতা, আন্তর্জাতিক কার্ডে সহজ খরচ:

শুধু চিকিৎসা নয়, চলতি মাসের শুরুতে বিদেশে পড়াশোনা, প্রশিক্ষণ, তথ্যপ্রযুক্তি সংক্রান্ত ব্যয় ও সদস্যপদ ফিসহ বিভিন্ন খাতে খরচ পাঠানোর বিধিনিষেধও শিথিল করেছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে এসব খরচও আন্তর্জাতিক কার্ডের মাধ্যমে সহজে পরিশোধ করা যাবে।

গ্রাহকদের প্রত্যাশা: আরও স্বচ্ছ ও ডিজিটাল প্রক্রিয়া:

নতুন নির্দেশনায় গ্রাহকদের অনুরোধ—চিকিৎসাসংশ্লিষ্ট খরচ যেন ব্যাংকে কাগজপত্র জমা দেওয়া ছাড়াই নির্দিষ্ট ডকুমেন্টসের ভিত্তিতে সহজভাবে অনলাইনে ছাড় করা যায়। এতে করে সময় ও হয়রানি কমবে, একই সঙ্গে ব্যাংকগুলোতেও চাপ কমবে। চিকিৎসা ব্যয়ে ডলারের সীমা বাড়ানো ও আন্তর্জাতিক কার্ডের মাধ্যমে বৈদেশিক ব্যয় সহজ করাকে অর্থনীতিবিদরা বলছেন, সময়োপযোগী সিদ্ধান্ত। এটি যেমন ভোগান্তি কমাবে, তেমনি বৈধপথে রেমিট্যান্স প্রবাহ বাড়াতে সহায়ক হবে।

ইত্তেফাক/টিএস