সোমবার, ২৩ জুন ২০২৫, ৯ আষাঢ় ১৪৩২
The Daily Ittefaq

পানিতে ময়লা-দুর্গন্ধ, নানা রোগের ঝুঁকি

ওয়াসা বলছে, রিজার্ভ ট্যাংকে সমস্যা, পানিতে দুর্গন্ধের সত্যতা নেই

আপডেট : ১৩ মে ২০২৫, ০৮:০০

রাজধানীতে বিভিন্ন এলাকার পানিতে পোকা ও দুর্গন্ধযুক্ত পানি এলেও সেটিকে বাড়ির রিজার্ভ ট্যাংকের সমস্যা হিসেবে দেখছে ঢাকা ওয়াসা কর্তৃপক্ষ। অন্যদিকে দুর্গন্ধযুক্ত পানির কারণে অনেকেই ডিপ টিউবওয়েলের পানি ব্যাবহার করছেন। আবার অনেকে সেই গন্ধযুক্ত পানিই ব্যবহার করছেন।

বাসিন্দারা বলছেন, এই গরমের মধ্যে পানি ছাড়া তো চলা অসম্ভব। তাই বাধ্য হয়ে এই ময়লা ও দুর্গন্ধযুক্ত পানি ব্যবহার করা লাগছে। অনেকে এটি ব্যবহারের কারণে ডায়রিয়ায় আক্রান্ত হওয়ার ঝুঁকিতে রয়েছেন বলে জানিয়েছে বিশেষজ্ঞরা।

রাজধানীর কাঁঠালবাগানের বক্স কালভার্ট রোড এলাকার বাসিন্দা বাদল হোসেন জানান, দীর্ঘদিন যাবত পানি থেকে কেঁচো ও দুর্গন্ধ আসায় পানি ব্যবহার করা অসম্ভব হয়ে যায়। পরে এখন আমরা বিকল্পব্যবস্থা হিসেবে টিউবওয়েলের পানি ব্যবহার করছি। আমাদের অনেক আগে থেকে টিউবওয়েল থাকায় হয়তো আমরা সুবিধা নিতে পারছি। কিন্তু অন্যদের তো অবস্থা খারাপ। সর্বজনীন চিন্তা করলে সবার জন্য ওয়াসার উচিত এদিকে দ্রুত নজর দিয়ে কীভাবে আরও ভালো পানি সরবারহ করা যায় সেটি নিশ্চিত করা। শুধু রাজধানীর কাঁঠালবাগান এলাকা নয়, ধানমন্ডির আবাসিক এলাকায়ও পানিতে দেখা দিয়েছে ময়লা ও গন্ধ। এতে দুর্ভোগে পড়েছেন এই এলাকায় বসবাসরত বাসিন্দারা। তারা বলছেন, গোসল, ধোয়ামোছাসহ সব ধরনের কাজে এই দুর্গন্ধযুক্ত পানি ব্যবহার করতে হচ্ছে। এই পানি ফুটিয়ে খেলেও গন্ধ যাচ্ছে না। পানির কারণে রোগ জীবাণু ছড়িয়ে পড়ার আগে ব্যবস্থা নেওয়া দরকার।

এর আগে রাজধানীর কল্যাণপুর, তেজগাঁও, মালিবাগ, মগবাজার, মধুবাগ, বাসাবো, মানিকনগরসহ বিভিন্ন এলাকার বাসাবাড়িতে ওয়াসার পানির সঙ্গে পোকা পাওয়ার অভিযোগ পাওয়া গেছে।  এসব এলাকার বাসিন্দারা জানান, কোথাও কয়েক মাস ধরে এই সমস্যা চলছে।  তারা জানান, পোকা ও দুর্গন্ধের কারণে বাড়ির ট্যাংকও পরিষ্কার করিয়েছেন। কিন্তু এতে কোনো লাভ হয়নি। বরং আগের মতোই পানি আসছে। ওয়াসায় এ নিয়ে অভিযোগ জানিয়েও কোনো প্রতিকার পাওয়া যায়নি।   

রাজধানীর বেশ কিছু এলাকার পানিতে পোকা আসার বিষয়টি ঢাকা ওয়াসার সমস্যা বলতে রাজি নন কর্মকর্তারা। তারা জানান এটি বাড়ির রিজার্ভ ট্যাংকের সমস্যা। এ বিষয়ে ঢাকা ওয়াসার উপ-ব্যবস্থাপনা পরিচালক এ কে এম সহিদ উদ্দিন ইত্তেফাককে বলেন, এমন অভিযোগ আমরা আগেও পেয়েছি। পরে দেখা যায় যে, বাড়ির রিজার্ভ ট্যাংক বহুদিন ধরে পরিষ্কার করা হয় না। যার কারণে পানিতে পোকা ও দুর্গন্ধ দেখা দেয়। আমাদের ওয়াসার পানিতে কোনো সমস্যা নেই। পোকা হওয়ার কোনো সুযোগও নেই। এছাড়া পানিতে ক্লোরিন দেওয়ার কারণে কিছুটা গন্ধ থাকতে পারে। সেটি কোনো ক্ষতিকর কিছু নয়। কিছুদিন এমন পোকা ও দুর্গন্ধের অভিযোগ এলেও এখন সেটি তেমন পাওয়া যাচ্ছে না। কারণ সবাই তাদের রিজার্ভ ট্যাংক পরিষ্কার করায় এটি দূর হয়েছে। আমাদের আগে গরমে কিছু এলাকায় পানির সংকট দেখা দিলেও এখন আর সেই সংকট নেই। কারণ আমরা ডিএমএ স্থাপন করার পরে এই সমস্যাও দূর হয়েছে।

ইত্তেফাক/এমএএম