জামালপুরের মাদারগঞ্জে একটি বাল্যবিয়ের আসরে অভিযান চালিয়েছে পুলিশ। এ সময় পুলিশ আসার খবরে আসর থেকে পালিয়ে গেছে বর-কনে। পরে উভয়পক্ষের কাছ থেকে মুচলেকা নিয়ে বিয়ের আনুষ্ঠানিকতা বন্ধ করা হয়।
সোমবার (১২ মে) দিবাগত রাতে মাদারগঞ্জ উপজেলার সিধুলি ইউনিয়নের বীর ভাটিয়ানি এলাকায় এ ঘটনা ঘটে।
এলাকাবাসী জানান, নেত্রকোনা জেলা থেকে অপ্রাপ্ত বয়স্ক এক স্কুল ছাত্রীকে মাদারগঞ্জ এনে বাল্যবিয়ের প্রস্তুতি চলছিল। সোমবার রাতে বিয়ের দিনক্ষণ নির্ধারণ ছিল। বর হিসেবে প্রস্তুত ছিল কমল চন্দ্র দাস। বাড়ি সাজানোসহ তৈরি করা হয়েছিলো বিয়ের প্যান্ডেল। পরে বিয়ের আয়োজনের খবর পায় স্থানীয়রা। এসময় লোকজন জামালপুরের মানবাধিকার কর্মী জাহাঙ্গীর সেলিমের কাছে সহায়তা চায় স্থানীয়রা।
জাহাঙ্গীর সেলিম রাতে পুলিশ নিয়ে সেই বিয়ে বাড়িতে হাজির হয়। পুলিশ আসার খবরে বর কমল চন্দ্র দাস ও তার পক্ষের লোকজন এবং কনে পক্ষের লোকজন পালিয়ে যায়।
মাদারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান আল মামুন জানান, বাল্যবিয়ের খবর পেয়ে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়েছে। টহলরত অফিসার এবং কালিবাড়ী আইসি কেন্দ্রর ইনচার্জ মো. জিয়াসহ ফোর্স পাঠিয়ে বিয়ের কার্যক্রম বন্ধ করা হয়েছে। পরে উভয় পক্ষের সঙ্গে কথা বলে লিখিত মুচলেকা নেওয়া হয়েছে।