বুধবার, ১৮ জুন ২০২৫, ৪ আষাঢ় ১৪৩২
The Daily Ittefaq

পাবনায় চরমপন্থি নেতাকে কুপিয়ে হত্যা

আপডেট : ১৩ মে ২০২৫, ১৫:৫৩

পাবনা সদর উপজেলার ভাঁড়ারা ইউনিয়নের কোলাদি গ্রামে বাবুল শেখ  (৪০) নামে এক চরমপন্থি নেতাকে গুলি করে ও কুপিয়ে হত্যা করেছে দূর্বৃত্তরা।

সোমবার (১২ মে) দিনগত রাত একটার দিকে উপজেলার বিজয়রামপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত বাবুল শেখ ওরফে লগা বাবু বিজয় রামপুর গ্রামের হোসেন শেখের ছেলে।

স্থানীয়রা জানান, বিজয় রামপুর গ্রামের বাজারে একটি চায়ের দোকান থেকে বের হয়ে বাড়িতে ফিরছিলেন। তিনি ওই চায়ের দোকানের অদূরে আমবাগানের পাশে পৌঁছামাত্র দূর্বৃত্তরা তার ওপর হামলা করে। এ সময় দুর্বৃত্তরা বাবুল শেখকে চাপাতি দিয়ে উপর্যুপরি কুপিয়ে এবং গুলি করে পালিয়ে যায়। পরে স্থানীরা বাবুল শেখকে দ্রুত উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট পাবনা জেনারেল হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম জানান, নিহত বাবুল শেখ একজন চরমপন্থি নেতা ছিলেন। তার বিরুদ্ধে পাবনা সদর থানায় দু’টি ও আতাইকুলা থানায় একটি মামলা রয়েছে। প্রাথমিক ধারণা, দলীয় অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরে তাকে হত্যা করা হতে পারে। রাতেই লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। মঙ্গলবার (১৩ মে) সকালে ময়নাতদন্তের জন্য লাশ পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।

ইত্তেফাক/টিএস