শুক্রবার, ১৩ জুন ২০২৫, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩২
The Daily Ittefaq

ঘরে ঢুকে বৃদ্ধাকে গলা কেটে হত্যা, গহনা লুট

আপডেট : ১৪ মে ২০২৫, ০৮:৪৮

লক্ষ্মীপুরের রামগঞ্জে ঘরে ঢুকে তাজিয়া বেগম (৬৫) নামের এক নারীকে গলা কেটে হত্যার ঘটনা ঘটেছে। এসময় তার গলায় ও নাকে থাকা সোনার গহনা লুটে নেওয়ার অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (১৩ মে) রাত ৮টার দিকে উপজেলার চন্ডীপুর ইউনিয়নের কালুপুর গ্রামে এ ঘটনা ঘটে। তবে কারা, কী কারণে ঘটনাটি ঘটিয়েছে তা জানা যায়নি। নিহত তাজিয়া ওই গ্রামের আব্দুল মান্নানের স্ত্রী।

পুলিশ ও স্থানীয়রা জানায়, মান্নান এশার নামাজ পড়তে মসজিদে যান। এসময় তার স্ত্রী তাজিয়া একা রান্না করছিলেন। সেই সুযোগে কে বা কারা ঘরে ঢুকে তাকে গলাকেটে হত্যা করে। নামাজ শেষে মসজিদ থেকে ফিরে মান্নান দেখেন রান্নাঘরে স্ত্রীর নিথর দেহ রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। তার চিৎকারে আশপাশের লোকজন জড়ো হয়। খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে ময়নাতদন্তের জন্য পুলিশ মরদেহ উদ্ধার করে নিয়ে যায়।

নিহতের ভাগিনা এনামুল চৌধুরী পাভেল বলেন, আমার ফুফুকে গলা কেটে হত্যা করেছে। আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থল পরিদর্শন করে গেছে। কী কারণে এমনটি হয়েছে তা এখনও নিশ্চিত হতে পারিনি। তবে তার গলা ও নাকের গহনা লুট করে নিয়ে গেছে।

স্বজনদের বরাতে রামগঞ্জ থানার ওসি আবুল বাশার বলেন, ঘটনার সময় ওই নারী রান্না করছিলেন। বটি দিয়ে গলা কেটে তাকে হত্যা করে। মরদেহ উদ্ধার করা হয়েছে। কে বা কারা, কী কারণে এ ঘটনা ঘটিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। 

ইত্তেফাক/এপি