শনিবার, ১৪ জুন ২০২৫, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩২
The Daily Ittefaq

মাহফুজের মাথার আঘাত মারাত্মক হতে পারে: পিনাকী ভট্টাচার্য

আপডেট : ১৫ মে ২০২৫, ১৮:৫৪

মাহফুজের মাথার আঘাত মারাত্মক হতে পারে বলে সম্ভবনার কথা জানিয়েছেন জনপ্রিয় ব্লগার, রাজনীতি বিশ্লেষক এবং এক্টিভিস্ট পিনাকী ভট্টাচার্য। বৃহস্পতিবার (১৫ মে) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ কথা বলেন। 

পোস্টে তিনি বলেন, মাহফুজের মাথার আঘাত মারাত্মক হতে পারে। মাথার খুলি খুব শক্ত কিন্তু আঘাত লেগেছে খুব সেনসেটিভ জায়গায়। সজোরে এমন জায়গায় আঘাত লেগেছে, যেই জায়গাটা খুব দুর্বল। এই আঘাত প্রাণঘাতী হতে পারে। যেকোন ডাক্তার এই আঘাতের প্রকৃতি দেখে এটাই বলবেন। 

তিনি আরও বলেন, এই আঘাতে তাৎক্ষণিক ইন্ট্রা ক্রেনিয়াল হেমোরেজ হতে পারে। পরবর্তী ৭২ ঘণ্টা খুব ঝুঁকিপুর্ণ। এমনকি দুই থেকে তিন সপ্তাহ পরেও রক্তপাতের এই ঝুঁকি থাকে। আমি মাহফুজকে অন্তত সপ্তাহ তিনেক হাসপাতালে থাকার সাজেশন দেবো। নিউরোলজি ইন্সটিটিউট সবচেয়ে ভালো। যারা এই কাজটা করেছে খুবই খারাপ করেছে। আবারো নিন্দা জানাই।

গতকাল বুধবার সাংবাদিকদের সঙ্গে ব্রিফিং করার সময় মাহফুজ আলমের উপর বোতল নিক্ষেপ করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীরা।

 

ইত্তেফাক/কেএইচ