সোমবার, ১৬ জুন ২০২৫, ২ আষাঢ় ১৪৩২
The Daily Ittefaq

অনলাইনে নিজের জিডি নিজেই করবেন সেবাপ্রার্থীরা

আপডেট : ১৫ মে ২০২৫, ১৯:৩৯

কক্সবাজারে এখন থেকে সাধারণ ডায়রি (জিডি) করতে কষ্ট করে আর থানায় যেতে হবে না। ঘরে বা যেখানে ইচ্ছে বসেই অনলাইনে করা যাবে সকল ধরনের জিডি। নাগরিকদের সুবিধার্থে "অনলাইন জিডি প্লাটফর্মে সকল ধরনের জিডি" সেবা চালু করছে কক্সবাজার জেলা পুলিশ। 

শুক্রবার (১৬ মে) থেকে কক্সবাজার জেলার নাগরিকগণ থানায় না গিয়ে ঘরে বসেই সহজে এবং দ্রুত অনলাইনে সাধারণ ডায়েরি করতে পারবেন। এমনটি নিশ্চিত করেছেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ও মিডিয়া ফোকাল পয়েন্ট মো. জসিম উদ্দীন চৌধুরী।

তিনি জানান, নাগরিকদের নিরাপত্তা, স্বাচ্ছন্দ্য এবং আইনগত সেবার পরিধি আরও বিস্তৃত করার লক্ষ্যে বাংলাদেশ পুলিশ প্রাথমিক পর্যায়ে সিএমপি এবং কক্সবাজার জেলাসহ চট্টগ্রাম রেঞ্জের সকল জেলাতে "অনলাইন জিডি প্লাটফর্মে সকল ধরনের জিডি" সেবা চালু করার উদ্যোগ নিয়েছে। ১৫ মে থেকে কক্সবাজার জেলার নাগরিকগণ থানায় না গিয়ে ঘরে বসেই সহজে এবং দ্রুত অনলাইনে সাধারণ ডায়েরি করতে পারবেন।

অনলাইন জিডি করার পদ্ধতি সম্পর্কে জসিম উদ্দিন চৌধুরী জানান, প্রথমে মোবাইলে প্লে-স্টোরে প্রবেশ করে Online GD অ্যাপস ডাউনলোড দিতে হবে।

নিবন্ধনে ব্যবহার করতে হবে আপনার মোবাইল নম্বর ও এনআইডি। এরপর ঘটনা ও জিডির ধরন নির্বাচন করতে হবে। পরে ঘটনার স্থান, তারিখ, বর্ণনা, প্রয়োজনীয় ডকুমেন্ট ও ছবি (যদি থাকে) যুক্ত করতে হবে। ঘটনার জায়গা অনুযায়ী থানার নাম সিলেক্ট করতে হবে। সব তথ্য পূরণের পর "Submit" বাটনে ক্লিক করলে মোবাইলের SMS-এ জিডি নম্বর (Tracking Number) পাঠানো হবে।

অনলাইন জিডির সুবিধাসমূহ উল্লেখ করতে গিয়ে তিনি বলেন, ঘরে বসে জিডি করার সুবিধা পাওয়ায় কষ্ট করে থানায় যেতে হবে না।
২৪/৭ সেবা- রাত কিংবা ছুটির দিনেও জিডি করা যাবে। সময়, যাতায়াত ও খরচ বাঁচবে।ডিজিটাল ট্র্যাকিং সুবিধায় জিডির অগ্রগতি জানতে পারা যাবে। পাশাপাশি তথ্যের গোপনীয়তা ও নিরাপত্তা নিশ্চিত এবং নাগরিকদের দ্রুত আইনি সেবা নিশ্চিত করা কার্যকর মাধ্যম এটি।

যেসব বিষয়ে অনলাইন জিডি করা যাবে তা হলো, মোবাইল, এনআইডি, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স হারানো। হুমকি পাওয়া বা নিরাপত্তা আশঙ্কা। মেয়ে/নারী নিখোঁজ বা সন্দেহজনক অবস্থান।  অনাকাঙ্ক্ষিত ফোন কল বা বার্তা এবং সন্দেহজনক ব্যক্তি বা ঘটনার তথ্য প্রদানসহ আরও অনেক বিষয়ে জিডি করা যাবে।

পুলিশ কর্মকর্তা জসিম আরও বলেন, জমা দেয়া জিডি সংশ্লিষ্ট থানার ওসির কাছে যাবে। পুলিশ চাইলে জিডি কারির সাথে ফোন বা সরাসরি যোগাযোগ করতে পারে। তবে, মনে রাখতে হবে এটা শুধু সাধারণ ডায়রি, কোনো এফআইআর বা মামলা নয়। 

আইনগত সেবাকে নাগরিকের দোরগোড়ায় পৌঁছে দেয়ার লক্ষ্যে বাংলাদেশ পুলিশের এই অনন্য উদ্যোগে প্রথম পর্বে কক্সবাজার জেলাকে নির্বাচন করায় পুলিশ সুপার মো. সাইফউদ্দীন শাহীন পুলিশের ইন্সপেক্টর জেনারেলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করে বলেন, এ প্লাটফর্ম পুলিশি সেবাকে সহজ, দ্রুত, স্বাচ্ছন্দ্যময় ও হয়রানিমুক্ত করার ক্ষেত্রে কার্যকরী ভূমিকা রাখবে। 

ইত্তেফাক/এএইচপি