বুধবার, ১৮ জুন ২০২৫, ৪ আষাঢ় ১৪৩২
The Daily Ittefaq

সাম্য হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ইবি ছাত্রদলের অবস্থান কর্মসূচি

আপডেট : ১৫ মে ২০২৫, ১৯:৫৯

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্যর হত্যাকারীদের দ্রুত গ্ৰেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা এবং নিরাপদ ক্যাম্পাসের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রদল। এ সময় নেতাকর্মীরা কালো ব্যাজ ধারণ করে নিহত সাম্যের প্রতি শ্রদ্ধা জানান।

বৃহস্পতিবার (১৫ মে) বিকেলে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার চত্বরে এ অবস্থান কর্মসূচি পালিত হয়।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন ইবি ছাত্রদলের আহবায়ক সাহেদ আহম্মেদ, যুগ্ম আহবায়ক আনোয়ার পারভেজ, আবু দাউদ, আহসান হাবীব, আনারুল ইসলাম, রোকন উদ্দিন, মনিরুল ইসলাম, সদস্য সাব্বির হোসেন, রাফিজ উদ্দিন ও নুর উদ্দিন। এছাড়াও তৌহিদুল ইসলাম, রুকনুজ্জামান, আসাদ তৌফিক, আলামিন, রিফাতসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। 

শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রোকন উদ্দিন বলেন, আমাদের এক ভাই হত্যাকাণ্ডের শিকার হয়েছ। আমরা তার বিচারের জন্য রাজপথে নেমেছি। অনেকে বলে আমরা লাশের রাজনীতি করি। তাদের কাছে জানতে চাই আমরা কখন লাশের রাজনীতি করেছি। আমরা কি এখন বিচার চাইতে পারবো না। ছাত্রদল সকল অন্যায়ের ক্ষেত্রে বিচার চায়। সবসময় অন্যায়ের বিরুদ্ধে রাজপথে থাকে। কিন্তু আমাদের সাথেই সব সময় বৈষম্য করা হয়। আপনারা এই বৈষম্য করে ছাত্রদলকে নিশ্চিহ্ন করতে পারবেন না। আমরা বর্তমান সরকারের কাছে সাম্য হত্যাকান্ডের দৃষ্টান্তমূলক বিচার চাই। আপনারা যদি এর বিচার করতে না পারেন তাহলে আমাদের এই আন্দোলন আপনাদের পতনের আন্দোলনে রুম নিতে পারে।

আহ্বায়ক শাহেদ আহমেদ বলেন, গণঅভ্যুত্থান পরবর্তী এই দেশে কোন সন্ত্রাসী, হত্যাকারীর ঠাঁই হবে না। আমরা ছাত্রদল সবসময় অন্যায়ের বিরুদ্ধে বর্জ্রকন্ঠে রাজপথে থাকি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো শ্রেষ্ঠ বিদ্যাপীঠে একজন ছাত্রের মৃত্যু বাংলাদেশের জন্য একটি অশনিসংকেত। জুলাই আগষ্টের আন্দোলনে হাজার হাজার ছাত্রদলের নেতাকর্মীরা আন্দোলন করেছে। অনেক নেতাকর্মী শহীদ হয়েছে। কিন্তু ৫ আগষ্টের পরেও ছাত্রদলের নেতাকর্মীরাই খুনের শিকার হচ্ছে। কিন্তু এতো হত্যার পরেও বর্তমান সরকার দৃষ্টান্তমূলক কোনো পদক্ষেপ নিচ্ছে না। প্রশাসন কেন এসব জায়গায় চুপ থাকে। আমাদের ভাই সাম্য হত্যার দৃষ্টান্তমূলক বিচার চাই। অতি দ্রুত এই হত্যাকারীদের বিচার নিশ্চিত করতে হবে। 

ইত্তেফাক/এএইচপি