সোমবার, ২৩ জুন ২০২৫, ৯ আষাঢ় ১৪৩২
The Daily Ittefaq

হাসপাতালের বেডে বসেই গান ধরলেন পবনদীপ, ভিডিও ভাইরাল

আপডেট : ১৫ মে ২০২৫, ২২:৩৯

ইন্ডিয়ান আইডল সিজন ১২-এর বিজয়ী গায়ক পবনদীপ রাজন গত ৫ মে ভোরে আহমেদাবাদে একটি গাড়ি দুর্ঘটনায় গুরুতর আহত হন। সেই সময় তার চিকিৎসার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। যদিও বর্তমানে সেই বিপদ অনেকটাই কেটে গেছে। ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। আর সামান্য সুস্থ হয়েই হাসপাতালের বেডে বসে গান গাইলেন পবনদীপ।

সোমবার (১২ মে) পবনদীপের ফ্যান পেজ থেকে পোস্ট করা ভিডিওাট ইতোমধ্যে ভাইরাল সামাজিক যোগাযোগমাধ্যমে। যেখানে দেখা যায়, পবনদীপ হাসপাতালের পোশাকে বেডে বসে রয়েছেন, তার সঙ্গে রয়েছেন এক নার্স। পবনদীপের হাতে মুভমেন্ট মেশিন লাগানো আর গায়কের গায়ে ছিল চাদর।

পবনদীপ রাজন। ছবি: সংগৃহীত

ভারতীয় সংবাদমাধ্যম এবিপি আনন্দের এক প্রতিবেদনে বলা হয়েছে, এই ভিডিওতে পবনদীপ লতা মঙ্গেশকরের গান ‘মেয়া সায়া সাথ হোগা’ গানটি গেয়ে ওঠেন। গানের মিউজিক চলছিল কারাওকে-তে। হাসপাতাল থেকে পবনদীপের দ্বিতীয় গানটিও সোশ্যাল মিডিয়ায় প্রশংসিত হয়েছে। এই ভিডিও পোস্ট হতেই তার ভক্তেরা গায়কের দ্রুত সুস্থ হওয়ার শুভকামনা করেন। 

দু-দিন আগেই পবনদীপ হাসপাতাল থেকে ‘যো ভেজিথি দুয়া’ গানটি গেয়ে সকলের মন জয় করে নেন। হাতে পায়ে স্পষ্ট ক্ষত, সুস্থ হতে যে সময় লাগবে তা তাকে দেখেই বোঝা যাচ্ছে। তবুও তার গলায় গান শুনে মুগ্ধে অনুরাগীরা।

 

প্রসঙ্গত, পবনদীপের শরীরে বহু জায়গার হাড় ভেঙেছে, ক্ষতও রয়েছে। এই দুর্ঘটনার পরে প্রায় ৬ ঘণ্টা ধরে অপারেশন চলে তার। চিকিৎসকদের কথায় অস্ত্রোপচার সফলও হয়েছে। এই মুহূর্তে পবনদীপ রয়েছেন আইসিইউতে ডাক্তারদের কড়া নজরে। চিকিৎসকরা জানিয়েছেন, আগামী তিন থেকে চারদিন তাকে বিশ্রামে থাকতে হবে।

ইত্তেফাক/এসএ