শনিবার, ১৪ জুন ২০২৫, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩২
The Daily Ittefaq

মিয়ানমারে নিযুক্ত প্রতিরক্ষা উপদেষ্টা 'আফতাবকে' প্রত্যাবর্তন

আপডেট : ১৬ মে ২০২৫, ২২:৩৯

মিয়ানমারের ইয়াংগুনে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল আফতাব হোসেনকে জরুরি ভিত্তিতে প্রত্যাবর্তন করা হয়েছে। মিয়ানমারের আপত্তির মুখে তাকে ইতোমধ্যে দেশে ফিরিয়ে আনা হয়েছে। 

প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে ১৩ মে জারি করা এক প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, 'মিয়ানমারের ইয়াংগুনে বাংলাদেশ দূতাবাসের প্রতিরক্ষা শাখায় উপদেষ্টা হিসেবে কর্মরত বিএ-৪৫৩৮ ব্রিগেডিয়ার জেনারেল মো. আফতাব হোসেনকে জরুরি ভিত্তিতে দায়িত্ব হস্তান্তরপূর্বক প্রতিস্থাপক ব্যতিরেকে দেশে প্রত্যাবর্তনের আদেশ দেওয়া হলো'। 

মঙ্গলবার প্রতিরক্ষা মন্ত্রণালয়, উপসচিব ড. মো. মাহবুবুর রশীদের সইয়ে জারি করা এক প্রজ্ঞাপনে তাকে দায়িত্ব হস্তান্তর করে দেশে প্রত্যাবর্তনের আদেশ দিয়েছেন।

সরকারের দুটি সূত্র প্রজ্ঞাপনটির সত্যতা নিশ্চিত করে বলেছেন, প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল আফতাব হোসেনকে প্রত্যাহারের এ-ই আদেশ অবিলম্বে কার্যকর করা হবে। তবে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি এবং তার দেশে ফেরার কারণও জানানো হয়নি।

ইত্তেফাক/আইএ/এনএস