করিডর দেওয়া প্রসঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, মানবিক করিডরের প্রয়োজন আছে কি না, সেই করিডরের নিয়ন্ত্রণ কাদের কাছে থাকবে, সেই করিডোর দিয়ে কি পারাপার হবে, প্রত্যেকটা বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ-আলোচনা করে তারপর সিদ্ধান্ত গ্রহণ করতে হবে।
শুক্রবার (১৬ মে) বিকেলে রাজধানীর গুলিস্তানের আবরার ফাহাদ অ্যাভিনিউতে এনসিপির যুব শাখা জাতীয় যুবশক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
এনসিপির এই নেতা বলেন, ‘করিডোর দেবার আগে দেশের মানুষ ও সকল রাজনৈতিক দলের মত আছে কি না, সেটি যাচাই বাছাই করেই দিতে হবে। করিডোর চাইলো আর দিয়ে দিলাম তা আমরা কখনোই মেনে নেব না।’
অনুষ্ঠানে এনসিপির মুখ্য সমন্বয়কারী নাসিরুদ্দীন পাটোয়ারী, সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়কারী হান্নান মাসাউদসহ জাতীয় যুবশক্তির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।