গাজায় যুদ্ধ বন্ধের লক্ষ্যে কাতারের দোহায় ইসরায়েলের সঙ্গে নতুন দফা পরোক্ষ আলোচনা ‘কোনো পূর্বশর্ত ছাড়াই’ শুরু হয়েছে। হামাসের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা এ কথা জানিয়েছেন। ইসরায়েলি সেনাবাহিনী যখন গাজায় নতুন আক্রমণ শুরু করেছে, তখন এই ঘোষণা এলো।
হামাসের জ্যেষ্ঠ কর্মকর্তা তাহের আল-নুনু বলেন, 'উভয় পক্ষের পক্ষ থেকে কোনো পূর্বশর্ত ছাড়াই এই আলোচনা শুরু হয়েছে এবং সকল বিষয় নিয়ে আলোচনার জন্য এই আলোচনা উন্মুক্ত। হামাস সকল ইস্যুতে তাদের দৃষ্টিভঙ্গি উপস্থাপন করবে, বিশেষ করে যুদ্ধের অবসান, (ইসরায়েলের) প্রত্যাহার এবং বন্দী বিনিময়।'
যুদ্ধের অবসানের বিষয়ে পূর্ববর্তী আলোচনায় কোনো অগ্রগতি আসেনি। ১৮ মার্চ ইসরায়েল গাজায় তাদের হামলা পুনরায় শুরুর পর উভয় পক্ষের মধ্যে দুই মাসের যুদ্ধবিরতি ভেঙে যায়।
জাতিসংঘের সংস্থাগুলো সতর্ক করে দিয়েছে, ইসরায়েল এই অঞ্চলে সম্পূর্ণ সাহায্য অবরোধ আরোপ করার পর নতুন করে এই লড়াই শুরু হয়েছে। এর ফলে খাদ্য, বিশুদ্ধ পানি, জ্বালানি এবং ওষুধের তীব্র ঘাটতি দেখা দিয়েছে।