শনিবার, ১৯ জুলাই ২০২৫, ৪ শ্রাবণ ১৪৩২
The Daily Ittefaq

ইংরেজিতে লেটার মার্ক, কোহলির দশম শ্রেণির মার্কশিট ভাইরাল

আপডেট : ১৮ মে ২০২৫, ১২:৫৮

কিছুদিন আগেই টেস্ট ক্রিকেটকে বিদায় জানিয়েছেন ভারতের কিংবদন্তি ব্যাটার বিরাট কোহলি। সাদা পোশাকের ক্রিকেট থেকে অবসর নেওয়ার মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে কোহলির স্কুলজীবনের একটি পুরনো মার্কশিট। সম্প্রতি ভাইরাল হয়েছে তার ২০০৪ সালের দশম শ্রেণির সিবিএসই পরীক্ষার মার্কশিট।

ভারতের সেন্ট্রাল বোর্ড অব সেকেন্ডারি এডুকেশন (সিবিএসই) ২০২৫ সালের দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষার ফল প্রকাশ করেছে কিছুদিন আগেই। আর সেই সময়টাতেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ফের ছড়িয়ে পড়ে কোহলির দুই দশক আগের মার্কশিট। যদিও এই মার্কশিট প্রথম আলোচনায় এসেছিল ২০২৩ সালে, আইএএস কর্মকর্তা জিতিন যাদবের একটি পোস্টের মাধ্যমে। এবার তা নতুন করে ভাইরাল হয়েছে।

ভাইরাল হওয়া মার্কশিটে দেখা যায়,  দশম শ্রেণির পরীক্ষায় মোট ৬০০ নম্বরের মধ্যে ৪১৯ পেয়েছিলেন কোহলি। ইংরেজি, সমাজবিজ্ঞান ও হিন্দি বিষয়ে তার পারফরম্যান্স ছিল তুলনামূলক ভালো। ইংরেজিতে ৮৩, সমাজবিজ্ঞানে ৮১ এবং হিন্দিতে ৭৫। তবে গণিতে মাত্র ৫১, বিজ্ঞান ও টেকনোলজিতে ৫৫ এবং প্রাথমিক তথ্যপ্রযুক্তিতে ৭৪ নম্বর পেয়েছিলেন তিনি।

এই মার্কশিট শেয়ার করে আইএএস কর্মকর্তা যাদব লিখেছিলেন, ‘যদি কেবল নম্বরই জীবনের মানদণ্ড হতো, তবে আজ গোটা দেশ কোহলির পাশে দাঁড়াত না। সাফল্যের আসল চাবিকাঠি হলো প্যাশন এবং ডেডিকেশন।’

তার এই বার্তায় সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া পড়ে। একজন ব্যবহারকারী মন্তব্য করেন, ‘কোহলির সঠিক মার্কশিটের সঙ্গে ছিল নিষ্ঠা আর অধ্যবসায়, এই ফর্মুলাই তাকে সাফল্যের শিখরে পৌঁছে দিয়েছে।’

ইত্তেফাক/জেডএইচ