দীর্ঘ পাঁচ বছর ধরে মন্দা চলছিল কিং খানের। ২০১৭ সালে ‘জব হ্যারি মেট সজল’ ও ২০১৮ সালে ‘জিরো’- বলিউডের এ দু’টি ছবি পরপর ফ্লপ হয় বক্স অফিসে। তারপর পর্দার আড়ালেই চলে যান শাহরুখ, সরে দাঁড়ান অভিনয় থেকে। হিটের খরা মেনে নিতে পারছিলেন না শাহরুখ-ভক্তরাও।
ব্যর্থতা বলিউড বাদশাহকে তাড়া করে বেড়াচ্ছিল। এরপর এক ঘনিষ্ঠ বন্ধু তথা গুরুর শরণাপন্ন হন, নেন বাস্তু-টিপস। আর এক তুড়িতেই পান সফলতা! অবশেষে ২০২৩ সালে সেই খরা কাটিয়ে ফের স্বমহিমায় ফেরেন তিনি।
‘পাঠান’, ‘জওয়ান’-এর মত ছবি উপহার দিয়ে রুপালি পর্দায় দাপুটে কামব্যাক করেন বলিউড বাদশা। ছবি দুটি ব্যবসা করে ২০০০ কোটিরও বেশি। কিন্তু এই রূপান্তরের নেপথ্যে রয়েছে শাহরুখের এক বিশেষ হাত! বিষয়টি খুলে বললে, ঘনিষ্ঠ এক গুরুকে দিয়ে নিজের সিনেমার ভাগ্য বদল করাতে চেয়েছিলেন শাহরুখ। সে অনুযায়ী এগিয়েও যান। তবে হতাশ হয়ে ফেরেননি, দেখেছেন সফলতা।
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, শাহরুখের এক ঘনিষ্ঠ বন্ধু রয়েছে, যিনি বলিউডে সিনেমার কাজের পাশাপাশি কিছু টোটকা দিতেও জানেন। তার নাম আনন্দ পণ্ডিত। তিনি প্রযোজক, রিয়েল এস্টেট ব্যবসায়ী।
সম্প্রতি এক সাক্ষাৎকারে আনন্দ জানালেন, ‘শাহরুখ নিজের জীবন পরিবর্তনের সন্ধিক্ষণে আমার সঙ্গে যোগাযোগ করেছিলেন। আমরা যখন ঘনিষ্ঠ হই, তখন আমি ওকে শক্তি-ভিত্তিক এক বিশেষ ধরনের বাস্তুশাস্ত্র (ঝাড়ফুঁক) এর বিষয়ে গাইড করতে শুরু করি। আমরা ওর বাড়িতে কিছু শক্তির পরিবর্তন এনেছিলাম, এবং আমি খুশি যে সেটি ওর কাজে এসেছে। ও এতটাই বিনয়ী যে, এই প্রসঙ্গে প্রকাশ্যে আমায় কৃতজ্ঞতাও জানিয়েছে।’
এই বক্তব্যের সঙ্গে মিলে যায় ২০২৩ সালে আনন্দ পণ্ডিতের ৬০তম জন্মদিনে তোলা এক ভাইরাল ভিডিও, যেখানে শাহরুখ রসিকতা করে বলেন, ‘ও আমার স্পিরিচুয়াল গুরু। যখন কোনো ছবি ফ্লপ করে, তখন ওকে ফোন করি ঘরের বাস্তু ঠিক করাতে। ও একটা আয়না সরিয়ে দেয়, আর পরের ছবিটা হিট হয়ে যায়!’
২০২৩ সালে শাহরুখের ‘ডাঙ্কি’ ছবি মুক্তি পায়, ছবিটি যদিও আলোচিত-সমালোচিত হয়, কিন্তু বিশ্বজুড়ে ৪৭০ কোটি টাকার ব্যবসা করে। ফলে একের পর এক তিনটি বক্স অফিস সফলতার পর ফের নিজের ‘সিংহাসন’ ফিরে পান বাদশা। এখন বলিউডের নজর তার পরবর্তী ছবি ‘কিং’-এর দিকে। অ্যাকশন-থ্রিলার ঘরানার এই ছবিতে শাহরুখের সঙ্গে প্রথমবার বড় পর্দায় দেখা যাবে তার কন্যা সুহানা খানকে। এই ছবিতে সুহানা ছাড়াও রয়েছেন অভিষেক বচ্চন, দীপিকা পাড়ুকোন, রানী মুখার্জী।