মোহামেডানের অধিনায়ক সুলায়মান দিয়াবাতে। মালির ফুটবলার তিনি। ছয় বছর ধরে মোহামেডানে খেলছেন। দেশের বড় দলের কাছ থেকে আমন্ত্রণ পেয়েও মোহামেডান ছাড়েননি। মোহামেডানের মায়া ত্যাগ করেননি। অপেক্ষায় ছিলেন একটা লিগ চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেবেন। বড় বড় ক্লাব দিয়াবাতেকে বুঝিয়েছে মোহামেডান চ্যাম্পিয়ন হতে পারবে না। দিয়াবাতে সব সময় বলেছেন চ্যাম্পিয়ন হবে ইনশাআল্লাহ।
গতকাল বিকালে যখন নিশ্চিত হয়ে গেলেন মোহামেডান চ্যাম্পিয়ন, তখন দিয়াবাতের মুখে হাসি ফুটল। এর আগ পর্যন্ত তিনি সাংবাদিকদের ডাকে ফিরেও তাকাননি। চোখ গেঁথে দিয়েছিলেন মোবাইল ফোনে, ইউটিউবে আবাহনী-ফর্টিসের খেলায়। আবাহনী হেরে যাওয়ার পর তার মুখে হাসি ফুটল। কথা বলতে গেলে তিনি সবাইকে এড়িয়ে নিজের দেশের কথা বললেন। ফোন করে পরিবারকে জানাচ্ছিলেন আমার মোহামেডান চ্যাম্পিয়ন হয়েছে।
পেশাদার লিগ চ্যাম্পিয়ন হওয়ার পেছনে দিয়াবাতের অনেক অবদান। এই ফুটবলার আক্রমণভাগে দুর্দান্ত খেলেছেন। তাকে রুখে দেওয়ার মতো প্রতিপক্ষের রক্ষণভাগকে হিমশিম খেতে হয়েছে। যখন মুড ভালো থাকে দারুণ খেলেন, মুড ভালো না হলে দিনটা ভালো হয় না।
কাল খুব খুশি হলেন দিয়াবাতে। তিনি বলেন, 'আমি আমার পরিবারের সঙ্গে কথা বলেছি। আমি খুব খুশি। আমাদের মধ্যে দারুণ একটা সমন্বয় ছিল বলে আমরা চ্যাম্পিয়ন হতে পেরেছি। আমাকে অনেক দলই ডেকেছে খেলার জন্য কিন্তু আমি সব সময় মোহামেডানকে চ্যাম্পিয়ন করার জন্য খেলেছি।'