ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী ও হল শাখা ছাত্রদলের নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার খুনিদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ফের বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।
রোববার (১৮ তারিখ) দেড়টার দিকে বিশ্ববিদ্যালয়ের অনুষদ ভবন থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রশাসন ভবন চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে প্রতিবাদ সমাবেশ করে সংগঠনটি।
মিছিলে ‘আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে’, ‘আমার ভাই মরলো কেন, প্রশাসন জবাব চাই’, ‘খুন হয়েছে আমার ভাই, ঘরে থাকার সময় নাই’, ‘আমাদের সংগ্রাম, চলছেই চলবে’, ‘ছাত্রদলের সংগ্রাম, চলছেই চলবে’সহ বিভিন্ন শ্লোগান দেয় নেতাকর্মীরা।
এসময় উপস্থিত ছিলেন শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ, সদস্য সচিব মাসুদ রুমী মিথুন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার পারভেজ, যুগ্ম আহবায়ক আবু দাউদ, আহসান হাবীব, আনারুল ইসলাম, মনিরুল ইসলাম, সদস্য : সাব্বির হোসেন, রাফিজ আহমেদ, নুর উদ্দিন, রাকিব হোসেন সাক্ষর, উল্লাস হোসেন, রুকনুজ্জামান, রিফাত, আলীনুর রহমান প্রমুখ।
শাখা ছাত্রদলের আহ্বায়ক শাহেদ আহম্মেদ বলেন, যে জুলাই মাসে শাহেদ নামের এক সাহসী কর্মীকে সোহরাওয়ার্দী উদ্যানে পরিকল্পিতভাবে হত্যা করেছে একটি দুর্বৃত্ত চক্র। এখনো তার হত্যাকাণ্ডের বিচার হয়নি বলে অভিযোগ করেন তিনি। আমরা চাই, মানুষ যেন নিরাপদে চলাফেরা করতে পারে। অথচ বাংলাদেশে একটি পাকিস্তানি বা গুজরাটি চক্র গুজব ছড়িয়ে বলছে, শাহেদ মাদক সেবনের জন্য সেখানে গিয়েছিল।”
সবশেষে তিনি বলেন, “যারা শাহেদকে হত্যা করেছে, তাদের দ্রুত আইনের আওতায় আনতে হবে এবং সুষ্ঠু বিচার নিশ্চিত করতে হবে।”