সোমবার, ২৩ জুন ২০২৫, ৯ আষাঢ় ১৪৩২
The Daily Ittefaq

চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেলেন মির্জা আব্বাস

আপডেট : ১৮ মে ২০২৫, ২০:৩২

চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

রোববার ( ১৮ মে) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে থেকে একটি ফ্লাইটে ঢাকা ত্যাগ করেন তিনি। সঙ্গে আছেন সহধর্মিণী আফরোজা আব্বাস এবং ব্যক্তিগত সহকারী মিজানুর রহমান সোহেল।

সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসা নেবেন মির্জা আব্বাস। সেখানে তিনি ডায়াবেটিস, অর্থোপেডিক, নিউরোলজির বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নেবেন বলে জানা গেছে। আগামী ২৫ মে মির্জা আব্বাসের দেশে ফেরার কথা রয়েছে। 

ইত্তেফাক/এমএস